Breaking News

ট্র্যাক্টর র‍্যালি ঘিরে ধুন্ধুমার, প্রজাতন্ত্র দিবসের সকালেই উত্তাল দিল্লি

নিজস্ব সংবাদদাতা :- ২৬ শে জানুয়ারি কথা ছিল ১২ টায় শুরু হবে ট্রাক্টর মিছিল | কিন্তু সকাল আটটা বাজতে না বাজতেই রাজপথের দখল নিল কৃষকরা | এমনকি সিঙ্ঘু সীমান্তে ভাঙল পুলিশের ব্যারিকে়ডও | এদিন পাঁচ হাজার কৃষকের জমায়েতের কাছে রীতিমতো অসহায় দেখাল দিল্লি পুলিশকে |

শুধু তাই নয়,বেলা গড়াতে সঞ্জয়গান্ধী নগরের কাছে মিছিল আসতে কাঁদানে গ্যাসও ছুড়ল দিল্লি| পুলিশসাধারণতন্ত্র দিবসে তিনটি পথে মিছিল করার অনুমতি পান কৃষিআইন বিরোধী বিক্ষুব্ধ কৃষকরা | শর্তও বেঁধে দেওয়া হয়, বলা হয় কোনও দেশবিরোধী স্লোগান দেওয়া যাবে না | তবে মঙ্গলবার সকালে একদিকে যখন রাজপথে কুচকাওয়াজের ঘনঘটা তখন শুরুতেই শর্ত লঙ্ঘন করে দিল্লি পুলিশকে বিপাকে ফেললেন সিঙ্ঘু ও টিকরি সীমানায় জমা হওয়া এই কৃষকরা | ব্যারিকেড ভেঙে রাজধানীর দিকে এগোয় তেরঙ্গা লাগানো হাজার হাজার ট্রাক্টর | সংক্যুত কিষাণ মোর্চার একজন প্রতিনিধির দাবি যারা সময়ের আগে ব্যারিকেড ভাঙলেন তারা কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্য | তাঁরা সোমবারই ঘোষণা করেছিল,সাধারণ তন্ত্র দিবসে রিংরোডে পৌঁছবে তাদের ট্রাক্টর মিছিল | এমনকি ১ লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিনে সংসদে পদযাত্রার পরিকল্পনাও রয়েছে তাঁদের|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *