Breaking News

ভয়াবহ দেশের আর্থিক অবস্থা, বাজেটের আগেই রেকর্ড জিএসটি আদায় সরকারের

সৃজিতা মুখার্জী :- করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থা একেবারে তলানিত গিয়ে ঠেকেছিল। টানা দুই মাস লকডাউন কাটিয়ে আস্তে ধীরে দোকান বাজার ব্যবসা চালু করেও এখনো মেলেনি স্বাভাবিক পরিস্থিতির আভাস। গত বছর দেশে যে ভাবে কর্মী ছাটাই হয়েছে তারপরেও ভারসাম্য বজায় রাখতে নাকানি চোবানি খেয়েছে দেশের ছোটবড় একাধিক কোম্পানি। আর তারমাজেই এবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে ২০২১ সালে জানুয়ারি মাসে রেকর্ড জিএসটি আদায় করেছে সরকার। তবে এমাসে সেই রেকর্ডকে ছাপিয়ে গিয়ে এ মাসে তা হয়েছে প্রায় ১.২ লক্ষ কোটি টাকা। দেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একাধিক রাস্তা বার করা হলেও কোনভাবেই আর্থিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়নি। বলা চলে করোনাতে একে একে ভাটা পড়েছে বহু শিল্পে। একদিকে পেটের টান অন্যদিকে নিত্য পন্যের দাম বেড়ে সাধারণ মানুষের অবস্থা একেবারে নাজেহাল। এদিকে এই চরম পরিস্থিতিতে বেশ কিছু মাস ধরে সরকার জিএসটি ১ লক্ষ কোটি টাকা বেশি আদায় করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *