Breaking News

দেশকে স্বাবলম্বী করে তুলবে আজকের বাজেট : ভিডিও বার্তায় বললেন প্রধানমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা :- আজ সংসদে সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন | বাজেট পেশ হওয়ার পর একে ‘আত্মনির্ভর ভারতের জন্য উৎসাহী’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |চলতি বছরের সাধারণ বাজেট আত্মনির্ভর ভারতের স্বার্থে নতুন দৃষ্টিভঙ্গি এবং সুযোগ-সুবিধাগুলিকে অগ্রাধিকার দেবে | ভারতকে ‘স্বাবলম্বী’ করে তুলতে এই বাজেট প্রকৃত ভূমিকা নেবেন বলেও মনে করছেন মোদী | একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে এই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী | শুধু তাই নয়, যে পরিস্থিতিতে এই বাজেট পেশ করা হয়েছে তা এককথায় ‘অভূতপূর্ব এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী | মোদীর কথায়, “এই বাজেটে পূর্ণাঙ্গ উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়েছে। কোভিড পরিস্থিতির জন্য সংস্কারগুলি হোক বা আত্মনির্ভরতার শপথ, আমরা এই বাজেটের মাধ্যমে কয়েক ধাপ এগিয়ে গিয়েছি |” এই বাজেটকে ‘পার্শ্বপ্রতিক্রিয়াহীন’ বলে জানিয়ে তিনি অর্থমন্ত্রীকের গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন | এমনকি এই বাজেটে কৃষকদের মুনাফার দিকেও নজর দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মোদী | প্রধানমন্ত্রী বলেন, “চাষিদের লাভ বাড়ানোর দিকে আজকের বাজেটে নজর দেওয়া হয়েছে। এখন থেকে আরও সহজে কৃষকরা লোন পেতে সক্ষম হবেন |” মোদী আরও বলেন, “অনেকেই ভেবেছিলেন আমরা সাধারণ মানুষের কাঁধে করের বোঝা চাপাবো | কিন্তু আমরা একটা স্বচ্ছ বাজেট তৈরির দিকে নজর দিয়েছি |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *