Breaking News

ধরনা মঞ্চে যেতেই দেওয়া হলনা বিরোধী নেতাদের! দ্বিতীয় ব্যারিকেডেই বাধা দিল গাজিপুর পুলিশ

নিজস্ব সংবাদদাতা :- বিরোধী দলগুলির তরফে আজ গাজিপুরে কৃষকদের ধরনা মঞ্চে যাওয়ার কথা কিন্তু গাজিপুরে প্রবেশের মুখেই বাধা পেল বিরোধী নেতারা। প্রথম ব্যারিকেড কোনোমতে পার করে গেলেও দ্বিতীয় ব্যারিকেড থেকেই ফিরিয়ে দেওয়া হয় বিরোধী নেতাদের। এমনকি মঞ্চে যাওয়ার আগেই আটকে দেওয়া হয় সংবাদমাধ্যমকেও। অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় সহ বিরোধী নেতৃত্বকেও বাধা দেওয়া হয়। তৃণমূলের সৌগত রায় ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন এনসিপির সুপ্রিয়া সুলে, আরএসপির এন কে প্রেমচন্দন, ডিএমকে-র কানিমোজি এবং এনডিএ সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিরোমণি আকালি দলের হরসিমরত কউরও। কিন্তু গতকাল শিবসেনার সঞ্জয় রাউত ধরনা মঞ্চে গিয়ে গিয়ে যখন কৃষকদের সহানুভূতি জানায় তখন তাঁদের ছাড় দেওয়া হয় কিন্তু এদিন একাধিক বিরোধী নেতাদের আটকানোর পরেই রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন ওঠে। একদিকে বিরোধীদের দাবি সেখানে যে কোনও রাজনৈতিক দলের নেতারা যেতে পারবেন না, এমন কোনও নির্দেশিকা ছিল না। অন্যদিকে পুলিশের বক্তব্য ধরনা মঞ্চে যাওয়ার জন্য কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *