Breaking News

গরু পাচার ও কয়লা কাণ্ডের জেরে কোন্নগর সহ রাজ্য জুড়ে একাধিক প্রভাবশালী ব্যক্তির বাড়িতে ইডির হানা

প্রসেনজিৎ ধর:- সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন, আর তারমাঝেই চলছে একাধিক প্রস্তুতি। নির্বাচনকে লক্ষ্য করেই এবার ফের অভিযানে নামল ইডির কর্তারা। আজ সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় দফায় দফায় চলছে চিরুনি তল্লাশি। নির্বাচনের আগেই গরু এবং কয়লা পাচারকারীদের ধরতে মরিয়া হয়ে উঠেছে এই কেন্দ্রীয় বাহিনীর দল। রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি আজ ফের কোন্নগর কানাইপুর শাস্ত্রীনগর এলাকায়ও হানা দেয় ইডি|

বেশ কয়েকদিন ধরেই গোপন সূত্রে খবর পাওয়ার পর আজ সকালে শাস্ত্রীনগর এলাকার অমিত সিং ও নিরজ সিং এর বাড়িতে হানা দেয় এই কেন্দ্রীয় বাহিনীর দল। সূত্রের খবর অনুযায়ী কয়লা পাচার কাণ্ডে অমিত সিং ও নিরজ সিং এর সাথে লালার যোগসূত্র ছিল। কিন্তু তেমন কোন সঠিক তথ্য না থাকার কারণে ইডির পক্ষে অমিত সিং এবং নিরজ সিং-এর বাড়ি হানা দেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত, গড়িয়া, রানিগঞ্জ, শ্রীরামপুর, আসানসোলের ইসিএল কর্মী এবং বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতেও এদিন কেন্দ্রীয় অফিসারেরা হানা দিয়েছেন বলে সূত্রের খবর। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও ফেরার। লালা-ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার বাঙুর, লেকটাউনের ৩টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এমনকি ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গের সঙ্গে দুবাই যোগের বিষয়টিও স্পষ্ট হয়েছে। কিন্তু যতক্ষন পর্যন্ত মূলচক্রীর হদিশ না মিলছে ততক্ষন পর্যন্ত কোন সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু ইডির কর্তারা যে ভাবে নিজেদের কাজ চালাচ্ছেন, আশা করা হচ্ছে খুব শীঘ্রই লালার হদিশ মিলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *