Breaking News

মৌলালি মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ বামেদের,যদিও সূর্যকান্ত মিশ্রর দাবি, কোথাও জোর করে বনধ পালন করা হবে না

নিজস্ব সংবাদদাতা :- বামেদের ডাকে আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে ১২ ঘণ্টার বনধ। বেলা বাড়তে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও এদিন বনধ সমর্থকদের বিক্ষোভের জেরে প্রায় মিনিট ১৫-২০ অবরুদ্ধ থাকে মৌলালির মত ব্যস্ততম মোড়। অবশ্য পরে পুলিশি তৎপরতায় গোটা পরিস্থিতি সামাল দেওয়া হয়। অন্যদিকে রাস্তা আটকানো নিয়ে বনধ সমর্থকদের বক্তব্য, “বাস কেন চলবে আজকে? মেরে হাত, পা ভেঙে দিয়েছে! কেন বাস চলবে?” প্রসঙ্গত, গতকাল শিক্ষা ও স্বাস্থ্য এবং শূন্যপদে নিয়োগের দাবিতে ডি ওয়াই এফ আই ও এস এফ আই সহ ১০ টি বামপন্থী ছাত্র-যুব সংগঠন বৃহস্পতিবার নবান্ন অভিযান করে। আর সেইখানেই দুই পক্ষের বিবাদে বহু আন্দোলনকারী আহত হন। এদিনের এই চরম বিশৃঙ্খলা নিয়ে সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “কোথাও জোর করে আটকানো হবে না মানুষকে বা রাস্তা”। কিন্তু সকাল হতেই রাজ্যের একাধিক জেলা থেকে এসেছে অশান্তির খবর ট্রেন আটকানো থেকে বাস আটকানো, রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর মত অনেক ঘটনাই প্রকাশ্যে এসেছে। তবে বেলা বাড়তে কলকাতার একাধিক জায়গায় মানুষের আনাগোনা বেড়েছে, খুলেছে দোকান বাজারও। তা থেকে সাফ ইঙ্গিত বামেদের ডাকা এই প্রতিবাদের বন্ধ সফল হয়েও সফল হলনা!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *