Breaking News

ভোটের মুখে বিজেপির কেন্দ্রীয় নেতা প্রকাশ জাভরেকরের সাথে বৈঠক টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের

নিজস্ব সংবাদদাতা :- এনএফডিসি-র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ইমপা-কে | যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পিয়া সেনগুপ্ত |সোমবার এনএফডিসির অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির হাল ফেরাতে বৈঠকে বসেন ঋতুপর্ণা, আবীর, পাওলিদের মতো প্রথম সারির টলিউড অভিনেতারা | এই বৈঠকে কোনও রাজনৈতিক রং ছিল কি? এমন প্রশ্নের উত্তরে পিয়া সেনগুপ্ত জানান, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি| ফলে তিনি জানেন না, সেখানে কী বিষয়ে আলোচনা হয় | তবে তিনি বলেন,ফিল্ম নিয়ে কোনও আলোচনা করতে গেলে, সেখানে ইমপা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে | সেই সংস্থাকে ছাড়া ওই বৈঠক কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন তোলেন পিয়া | ইন্ডাস্ট্রিতে ইমপার কী ভূমিকা রয়েছে, তা ভালভাবে জানে এনএফডিসি | ইমপায় কোনও রাজনৈতিক রং নেই | প্রসঙ্গত,২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দল বদলের পালা চলছে | সেই হাওয়া বইছে টলিউডেও | ফলে হাওয়া কি ঘুরছে? এমন প্রশ্ন করা হলে পিয়া সেনগুপ্ত জানান, ইন্ডাস্ট্রি এখন দুভাগে ভাগ হয়ে গিয়েছে | টলি পাড়ার বেশ কিছু মানুষ বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিন্তু ইন্ডাস্ট্রির উপর এর প্রভাব পড়তে দেওয়া উচিত নয় বলে মনে করেন অভিনেত্রী |এদিকে বৈঠকে কেন ইমপাকে আমন্ত্রণ জানানো হল না, সে বিষয়ে এনএফডিসির কাছে জানতে হলে কোনও সদুত্তর মেলেনি এখনও পর্যন্ত |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *