Breaking News

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদহে, সাথে উদ্ধার বিপুল পরিমাণ জালনোট, গ্রেফতার ৩ দুষ্কৃতী

অভিষেক সাহা, মালদহ :- রাজ্যে নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র, জাল নোটের উদ্ধারের ঘটনা যেন ক্রমশ বেড়ে চলেছে | ফের জাল নোট এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন দুষ্কৃতি | এই ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার সুজাপুর এলাকার একটি আমবাগান থেকে | পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাত্রে পুলিশ জানতে পারেন চাঁচল এর সুজাপুর এলাকায় একটি আমবাগানে বেশ কয়েক জন দুষ্কৃতী জমায়েত হয়েছে | এই খবর পাওয়ার পরেই চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই আমবাগানে দুষ্কৃতীদেরকে ধাওয়া করে তিনজনকে ঘটনাস্থলেই ধরে ফেলে | বাকি দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ | জানা গেছে প্রায় ৭ থেকে ৮ জনের একটি টিম ওই আমবাগানে জমায়েত হয়েছিল | সেখানে তিন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ | ধৃতদের কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা জাল নোট, দুটি পাইপগান, চার রাউন্ডগুলি সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ|

ধৃতরা হল ৩৫ বছরের শ্রাবণ লালা সিং, ৩২ বছরের সন্তোষ কুমার সিং এদের দুজনের বাড়ি বিহার রাজ্যের পূর্ণিয়া ও কাঠিহার এলাকায় | তৃতীয় দুষ্কৃতী ২৭ বছরের হরিপদ ঘোষের বাড়ি চাঁচল থানার বিরস্থলি এলাকায় | ধৃতদের গ্রেফতার করে আনা হয় চাঁচল থানায়| মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় | চাঁচল থানার পুলিশ তাদের দশ দিনের পুলিশি হেফাজত চায় | অন্যদিকে তবে তারা কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে আমবাগানে জমায়েত হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ | এই ঘটনায় বাকি এবং এই ঘটনায় তদন্তে নেমে বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে চাঁচল থানার পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *