Breaking News

চাকরির নামে প্রতারণা, তারকেশ্বর থেকে শ্রীরামপুর এসে মহা ফাঁপরে পড়লেন তরুণী

প্রসেনজিৎ ধর:-করোনা আবহে টাকা পয়সার টানাটানি নিয়ে এখন অনেকেই চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ঠিক তেমনি চাকরি খুঁজতে এসে বিপদে পড়লেন তারকেশ্বরের এক তরুনী। সূত্রের খবর চাকরি পাওয়ার আশায় এদিন তারকেশ্বর থেকে শ্রীরামপুর আসেন ওই তরুণী। হুগলি জেলার তারকেশ্বর দশঘরা এলাকার বাসিন্দা সুলতানা খাতুন ছোট থেকেই মধ্যবিত্ত পরিবারেই বড় হয়েছেন।

 

 

 

 

 

 

পরিবারে আর্থিক সমস্যা থাকার কারণে চাকরির খোঁজ করতে গিয়ে রেল স্টেশনে ট্রাভেল এজেন্সিতে চাকরির বিজ্ঞাপন নজরে আসে ওই তরুণীর। এরপর বিজ্ঞাপনের ফোন নম্বরে ফোন করার পর ওই তরুণীকে ট্রাভেল এজেন্সিতে চাকরি দেওয়ার নামে শ্রীরামপুরে ডাকা হয়। ফোনে দেওয়া ঠিকানার খোঁজ পেতেই এদিন শ্রীরামপুর স্টেশনে এসে অফিসের নম্বরে ফোন করার পর এক ব্যক্তি অফিস স্টাফের পরিচয় দিয়ে ওই তরুণীকে শ্রীরামপুর মার্কেট এলাকায় নিয়ে আসে, বলে অফিসে ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই। আর এরপরেই ঘটে আসল ঘটনা। সুলতানা ওই ব্যাক্তির কাছে ফোন জমা রেখে উপরে অফিসে গিয়ে কথা বলতে যান। ফোন জমা রেখে অফিসে যেতেই মাথায় বাজ পড়ে সুলতানার, কারণ ওই এলাকায় কোন অফিসই ছিল না। এরপর তড়িঘড়ি নীচে নামার পর সুলতানা দেখতে পায় তার মোবাইল ফোন নিয়ে আগেই চম্পট দিয়েছে ওই ব্যাক্তি। ফোন হারিয়ে কার্যত দিশেহারা হয়ে সুলতানা, ওই ব্যাক্তিকে এদিক ওদিক খুঁজতে শুরু করে। এরপর আর কোন উপায় না পেয়ে শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তারকেশ্বরের ওই তরুণী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *