Breaking News

খড়গপুরের কাছে ফলকনুমা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৩ গ্যাংম্যানের, জখম আরও ১, ঘটনায় তদন্তের নির্দেশ রেলের

দেবরীনা মণ্ডল সাহা :- কিছুদিন আগেই প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তিতে পড়েছিল ফলকনামা এক্সপ্রেস, আবারও শিরোনামে ফলকনামা | এবার বেপরোয়া রেলের চাকায় পিষ্ট হল ৩ গ্যাংম্যান, আহত আরও ১ | সিগন্যালিং নাকি অন্য কারণ, কীভাবে ঘটে গেল বিপত্তি? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রেললাইনে কর্মরত কর্মীদের নিরাপত্তা নিয়েও! তদন্তে নেমেছে রেল | মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খড়গপুর ডিভিশনে ডুয়া ও বালিচক স্টেশনের মাঝে|

জানা গেছে,আজ সকালে রেল ট্র্যাকে কাজ করছিলেন তাঁরা | সেইসময়ই সকাল ১০টা নাগাদ ওই লাইনে চলে আসে হাওড়া থেকে সেকেন্দরাবাদগামী ফলকনুমা এক্সপ্রেস | ঘটনাস্থলেই এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারান ৩ গ্যাংম্যান বাপি নায়েক, মানিক মণ্ডল ও নিপেন পাল | তাঁদের সঙ্গেই ছিলেন আরও এক কর্মী কিষাণ বেসরা। বরাতজোরে বেঁচে গিয়েছেন তিনি | তবে গুরুতর আহত হয়েছেন |তাঁকে নিয়ে যাওয়া হয়েছে খড়্গপুর রেল হাসপাতালে | সেখানেই চিকিত্সাধীন রয়েছেন তিনি | ভারতীয় রেলের তরফে মৃতদের পরিবারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও সঞ্জয় ঘোষ | জানা গিয়েছে, মৃত ৩ জনই গ্যাংম্যান | যে লাইনে গ্যাংম্যানরা কাজ করছিলেন সেখানে কী করে একটি এক্সপ্রেস ট্রেন ঢুকে গেল কার গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে, দেখা হচ্ছে কেনই বা সিগনাল বোঝা গেল না| ট্রেন আসার কোনও খবর তাঁদের কাছে কি পৌঁছয়নি?দুর্ঘটনাস্থল পরিদর্শেন যান খড়গপুর ডিআরএমের নেতৃত্বে এক প্রতিনিধি দল | ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনোরঞ্জন প্রধান |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *