Breaking News

সিবিএসই-এর দশম শ্রেণির পরীক্ষা বাতিল, দ্বাদশ শ্রেণি পরীক্ষা আপাতত স্থগিত,’সময়ে সিদ্ধান্ত নেবে রাজ্য’, জানালেন পার্থ

দেবরীনা মণ্ডল সাহা :- করোনার জেরে বাতিল হয়ে গেল সিবিএসই-এর দশম শ্রেণির পরীক্ষা | দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী | বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে উচ্চস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে | প্রসঙ্গত, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিরোধীপক্ষের পরামর্শে সম্মতি দিল কেন্দ্র | বুধবার শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী | সেই বৈঠকে স্থির হয়েছে সিবিএসই-এর দশম শ্রেণির পরীক্ষা বাতিল করা হবে | সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল ৪মে থেকে ১৪ জুন পর্যন্ত | সেই পরীক্ষা স্থগিত থাকবে | দুটি শিফটে ভাগ করা হয়েছিল দ্বাদশ শ্রেণীর পরীক্ষা | প্রথমটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত| দ্বিতীয় শিফট দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত | তবে তারিখ বদলালেও পরীক্ষার এই নিয়ম জারি থাকবে কিনা তা নিয়ে ১ জুন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে | দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ও মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গাইকওয়াড, দু’জনেই সিবিএসই পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন | সিবিএসই পরীক্ষা বতিলের সওয়াল করেছেন কংগ্রেসের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ অনেকে কার্যত সেই দাবিকেই মান্যতা দিল কেন্দ্র | এই নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা আগে থেকেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি | পরিস্থিতি বদল না হলে আমরা সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করব | স্বাস্থ্যবিধি আগে যেমন মেনে চলতে হবে তেমনি আমরা দেখছি, যেন কোনও ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট না হয় |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *