Breaking News

ভোটের আগে করোনার বলি সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক, সামশেরগঞ্জের ভোট নিয়ে অনিশ্চয়তা

দেবরীনা মণ্ডল সাহা :- করোনা প্রাণ কাড়ল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের |আগামী ২৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় সামশেরগঞ্জ আসনে ভোটগ্রহণ | আর তার আগেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস প্রার্থী রেজাউল হকের | জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সামশেরগঞ্জের দাপুটে কংগ্রেস নেতা রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস| করোনার উপসর্গ থাকায় ঝুঁকি না নিয়ে পরীক্ষা করা হয় রিপোর্ট আসে পজিটিভ | শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাঁকে গতকাল জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় | এরপর অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল | এদিন রাত সাড়ে বারোটা নাগাদ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে | আজ ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় রেজাউলের |প্রসঙ্গত,বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল বাম, কংগ্রেস উভয়েই | তার মধ্যেই একটি আসন সামশেরগঞ্জ | সেখানে বামেরা প্রার্থী করেছিল মোদাসসর হোসেনকে | কংগ্রেস প্রার্থী করে রেজাউল হককে | মুর্শিদাবাদের সামশেরগঞ্জ আসনে সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম-কংগ্রস-আইএসএফ জোট কার্যকর হয়নি | ফলে ওই আসনে আলাদাভাবে প্রার্থী দিয়েছিলে বাম ও কংগ্রেস | এই মৃত্যুতে প্রশ্নের মুখে সামশেরগঞ্জের নির্বাচন | আপাতত ওই আসনে ভোটগ্রহণ বাতিল করা হবে, নাকি পিছিয়ে দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *