Breaking News

করোনা যুদ্ধে এবার ভারতের পাশে বাংলাদেশ !করোনা মোকাবিলায় চিকিৎসার সরঞ্জাম পাঠাচ্ছে হাসিনার সরকার

প্রসেনজিৎ ধর :- করোনা মোকাবিলায় রাশিয়ার পর এবার ভারতকে সহযোগিতার হাত বাড়াল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ | বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের পাশেই রয়েছে বাংলাদেশ | সংশ্লিষ্ট মন্ত্রক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ‘ভারতকে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম দেবে বাংলাদেশ সরকার|’করোনার কারণে ভারতের ভয়াবহ অবস্থা দেখে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার | বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে প্রতিবেশী ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে | পাশাপাশি ভারতবাসীর প্রাণ বাঁচাতে যতটা সম্ভব সাহায্যের জন্য তারা প্রস্তুত বলেও জানিয়েছে| বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ‘ভারতে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ | এই প্রেক্ষাপটে ভারতকে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার | ভারতকে বাংলাদেশ ১০ হাজার অ্যান্টিভাইরাল ইনজেকশন, ৩০ হাজার পিপিই কিট, কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দিতে চায় |’ কিছুদিন আগেই টিকা নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে মনোমালিন্যের খবর সামনে এসেছিল| কিন্তু এই যাবতীয় জল্পনায় জল ঢেলে ভারতের পাশে থাকার বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *