Breaking News

আংশিক লকডাউনের পথে রাজ্য! বন্ধ শপিং মল, জিম, রেস্তোরাঁ,দিনে বাজার খোলা ৫ ঘণ্টা নির্দেশ নবান্নের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বৃহস্পতিবারই শেষ হয়েছে রাজ্যে শেষ দফার নির্বাচন | আর ভোট মিটতেই কড়া হল প্রশাসন | আংশিক লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার| শুক্রবার নির্দেশিকা জারি করল নবান্ন | জানিয়ে দিল আগামী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের সমস্ত শপিং মল, রেস্তোরাঁ, জিম, পার্লার বন্ধ রাখতে হবে| নির্দিষ্ট সময় মেনে বসবে বাজার | শুক্রবার সন্ধে থেকেই মানতে হবে নির্দেশ | সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, শপিংমল, বিউটি পার্লার, সিনেমাহল, রেস্তোরাঁ ও বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা এবং সুইমিং পুল বন্ধ থাকবে | সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান ও জমায়েত নিষিদ্ধ| তবে হোম ডেলিভারি ও অনলাইন পরিষেবা বহাল থাকবে | বাজারের সময়সীমাও বেঁধে দিয়েছে সরকার |

সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার | ফের খোলা থাকবে দুপুরে ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত | ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় জিনিসপত্র, মুদিখানা ও মেডিক্যাল দোকানকে | রাজ্য সরকারের এই নির্দেশ এখন থেকেই লাগু হবে| নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল, গণনাকেন্দ্রে জমায়েত করা যাবে না | বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে | সেই নির্দেশ মেনে চলতে হবে বলে জানানো হয়েছে নবান্নের নির্দেশিকায় | এমনকি নির্দেশ অমান্য করলে ভারতীয় দণ্ডবিধি ও বিপর্যয় ব্যবস্থাপনা আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার | ভোট যখন শেষের মুখে, তখন থেকেই কানাঘুষো হচ্ছিল, এবার রাজ্যে লকডাউন বা নাইট কারফিউ জারি হতে পারে | অনেকে সেই দাবিও তুলেছিলেন| কারণ গত কয়েক দিন ধরে রাজ্যে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় এ রাজ্যে মারা গিয়েছেন ৮৯ জন | এখন পর্যন্ত সর্বোচ্চ দৈনিক মৃত্যু | এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ২৩ জন | শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। এই পরিস্থিতিতে তাই স্বাভাবিকভাবেই আরও কড়া হল প্রশাসন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *