Breaking News

লাগবে না রিপোর্ট, করোনা উপসর্গ থাকলেই ভর্তি নিতে হবে হাসপাতালে, কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের !

দেবরীনা মণ্ডল সাহা :- করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে নাজেহাল গোটা ভারতবাসী | বেহাল দশা বাংলাতে | করোনা উপসর্গ আছে | কিন্তু সেই রিপোর্ট নেই | ফলে এমন রোগীদের হাসপাতালে ভর্তি হওয়াটা বেশ কঠিন হয়ে পড়ছে | বহু করোনা রোগীকেই চরম হয়রানির মুখে পড়তে হচ্ছিল | মিলছিল না চিকিৎসা এবং বেড | এবার এই পরিস্থিতি ঠেকাতে এগিয়ে এল স্বাস্থ্য দফতর | শনিবার লিখিত নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, করোনা উপসর্গ থাকলেই রোগীকে ভর্তি নিতে হবে | প্রতিদিন এই রাজ্যে ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন | এই পরিস্থিতিতে বারংবার অভিযোগ আসছে বাংলার হাসপাতালগুলিতে রোগীদের ভর্তি হওয়া নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে | করোনার উপসর্গ থাকলেও রিপোর্ট না থাকার কারণে হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না | এদিকে রিপোর্ট করাতে গেলে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে | এর ফলে চরম দূর্ভোগে পড়েছে করোনা আক্রান্ত রোগীরা | এই সমস্যার সমাধান করতে আজ নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর|

লিখিত নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে করোনা উপসর্গ থাকলেই রোগীকে ভর্তি নিতে হবে হাসপাতালে| তারা জানিয়েছে করোনা উপসর্গ নিয়ে কোনো রোগী হাসপাতালে এলে তাকে সিভিয়ার রেস্পিরেটরি ইলনেস ওয়ার্ডে ভর্তি করে নিতে হবে | তারপর রেপিড অ্যান্টিজেন পরীক্ষা করে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে | তারপর তার আরটি পিসিআর টেস্ট হবে এবং তাতে পজিটিভ এলে তাকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করতে হবে | রাজ্যের জনস্বাস্থ্য আধিকারিক অনির্বাণ দলুই জানান, করোনা রোগী আরটি-পিসিআর পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে যান| তার থেকে আরও পাঁচজনের মধ্যে সংক্রমণ ছড়ায় | তাই রিপোর্ট আসার আগেই রোগী অসুস্থ হয়ে পড়লেই সমস্যা | এক্ষেত্রে অ্যান্টিজেন পরীক্ষাই হয়ে উঠতে পারে মুশকিল আসান| এছাড়াও স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা অনুযায়ী হাসপাতালে যাওয়ার পর যদি কোনো করোনা রোগীকে ওই হাসপাতলে ভর্তি না করে অন্য হাসপাতালে রেফার করা হয় তাহলে সংশ্লিষ্ট হাসপাতালকে অন্য হাসপাতলে রোগীর জন্য শয্যার ব্যবস্থা করে দিতে হবে | এই নিয়ম চালু হয়ে গেলে আর রোগীদের বেড পেতে বা একদিক থেকে অন্যদিকে রোগী নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *