Breaking News

করোনা ভাইরাসের সংক্রমণের জের! পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা রাজ্য সরকারের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ঊর্ধ্বমুখী করোনাভাইরাস সংক্রমণের জেরে পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা | এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, চলতি বিধিনিষেধের জেরে জুন মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না | পরে নোটিফিকেশন জারি করে পরীক্ষার পরবর্তী দিনক্ষণ জানানো হবে | আর সেটাও অনেক আগে থেকেই জানানো হবে যাতে পড়ুয়ারা পর্যাপ্ত সময় পায়,এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব।নবান্নে স্কুলশিক্ষা সচিব মণীশ জৈনের উপস্থিতিতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জুন মাসে কোনও পরীক্ষা হবে না | মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনওটাই হবে না |’ চলতি বছরের জুন মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ অবধি ছিল মাধ্যমিক পরীক্ষার সূচি | আবার ১৫ তারিখ থেকে ১ জুলাই পর্যন্ত ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি | কিন্তু করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে পরীক্ষার ভবিষ্যৎ ক্রমশই অনিশ্চিত হয়ে পড়ছিল | ফলে এই ঘোষণা একপ্রকার সময়ের অপেক্ষা ছিল বলেই মনে করা হচ্ছিল | আলাপন বন্দোপাধ্যায় এদিন জানিয়েছেন, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই | কবে পরীক্ষা হবে তা পর্ষদের কর্তাদের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে | রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষাকর্মী সমিতির সহ-সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পিছোতেই হবে,এটা অবশ্যম্ভাবী| কিন্তু আমাদের দাবি, দেরিতে হলে ও দু’টো পরীক্ষাই হোক | তা না হলে আমাদের রাজ্যের ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের যেমন সুযোগ থাকবে না, তেমন ভবিষৎও উজ্জ্বল হবে না| কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে নির্ধারিত সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করা কার্যত অসম্ভব ছিল বলেই জানিয়েছিল শিক্ষক মহলের একাংশ | পড়ুয়াদের সুরক্ষা নিয়ে যথেষ্ট উদ্বেগে ছিলেন অভিভাবকরাও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *