Breaking News

এবার রাজ্যের সরকারি হাসপাতালে বসছে ৩৫টি অক্সিজেন প্লান্ট, দায়িত্বে জনস্বাস্থ্য কারিগরি দফতর, বরাদ্দ ৫০ কোটি টাকা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে| অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগও উঠছে | তবুও রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে কোভিডে আক্রান্ত সাধারণ মানুষকে অক্সিজেনের জোগান দিতে | আর সেই কারণেই বাংলার বুকে এবার ৩৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার পথে হাঁটা দিল রাজ্য সরকার | জানা গিয়েছে, এই অক্সিজেন প্লান্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে | কোভিডের দ্বিতীয় সংক্রমণের জেরে এখন রাজ্যে রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি অক্সিজেনের চাহিদাও বাড়ছে | কিন্তু সেই চাহিদা যাতে হাহাকারে রূপান্তরিত না হয় তার জন্য এখন থেকেই সচেষ্ট হচ্ছে রাজ্য সরকার| সিদ্ধান্ত হয়েছে রাজ্যের ২৫টি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে মোট ৩৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হবে| রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর এই অক্সিজেন প্ল্যান্ট তৈরির দায়িত্বে থাকছে | ইতিমধ্যেই এই দফতরের পক্ষ থেকে এই প্ল্যান্ট নির্মাণের জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে টেন্ডার করা হয়ে গিয়েছে | চেষ্টা করা হচ্ছে, আগামী জুন মাসের মধ্যেই যাতে এই প্লান্টগুলি চালু করা যায় | কোভিড পরিস্থিতিতে ওই হাসপাতালগুলির উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রের খবর| যে সব হাসপাতালে এই অক্সিজেন প্ল্যান্ট বসবে তার মধ্যে থাকছে কলকাতার এসএসকেএম হাসপাতাল, নীলরতন সরকার মেডিকেল কলেজ, বাকুঁড়া খ্রিস্টান মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, কল্যাণী মেডিকেল কলেজ | যদিও, এই হাসপাতালগুলিতে আগে থেকেই অক্সিজেন প্লান্ট রয়েছে | কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে গতবছরের তুলনায় এবারে অক্সিজেনের চাহিদা অনেকটাই বেশি | তাই বাড়তি অক্সিজেন পেতেই এই প্ল্যান্ট বসানো হচ্ছে | পাকাপাকি ভাবেই সরকারি বড় হাসপাতালগুলির পাশাপাশি মেডিকেল কলেজগুলিতেও স্থায়ীভাবে অক্সিজেন প্লান্ট তৈরি করা হচ্ছে | স্বাস্থ্য দফতর এই প্রকল্প বাবদ জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে | সেই অর্থেই এই প্লান্টগুলি তৈরি করা হবে বলে জানানো হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *