Breaking News

লকডাউনের প্রথম দিনে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ না করায় দক্ষিণ ২৪ পরগণায় পুলিশের অভিযানে গ্রেফতার ১২!

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- রবিবারের লকডাউনে জেলা থেকে শহর- সর্বত্র কড়া পুলিশ | সকাল ১০ টা নির্ধারিত সময়ের পর বিভিন্ন দোকান খোলা থাকায় অভিযান চালাল পুলিশ | এদিন সোনারপুর ও বারুইপুরে চলে এই অভিযান | এদিন বারুইপুরের কাছারি বাজার, পুরাতন বাজার, ফুলতলা, হাসপাতাল সংলগ্ন বাজার এলাকায় বারুইপুর এস.ডি.পিও অভিষেক মজুমদার, আই.সি দেবকুমার রায় অভিযান চালায়|এদিন অভিযান চালিয়ে মোট ১২ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়|এদিন লকডাউনের শুরুর দিনেই সকালে কাছারি বাজারে মানুষের ভিড় উপচে পড়ে | অভিযোগ, ডিমের দামের কালোবাজারি শুরু করেছে একদল ব্যবসায়ী | এর জেরে সাধারণ মানুষকে বাজার করতে এসে নাজেহাল হয়ে ফিরে যেতে হয়েছে | অনেক ক্রেতা অভিযোগ করেন, ডিমের দাম একলাফে ডিমের দাম বেড়ে গেছে | এমনকি, এক ট্রে ডিম কেউ ১৮০ টাকা কেউ ২১০ টাকা পর্যন্ত নিয়েছে | এমনকি ৯ টার পর থেকেই ডিম উধাও হয়ে গিয়েছে বাজারে বলেও অভিযোগ | যদিও ব্যবসায়ীদের সাফাই, ডিমের জোগান ঠিক মত আসেনি | তাই ডিমের আকাল হচ্ছে | এদিকে, বারুইপুরের পাশাপাশি সোনারপুরের স্টেশন বাজার, ঘাসিয়ারা বাজারে পুলিশ অভিযান চালায়,মাইকিং করে সচেতন করা হয় মানুষজনকে | তাও সকালে বাজার-দোকান এবং হাটে ভিড় ছিল চোখে পড়ার মতো | অনেকেই মুদি দোকানের পণ্যের তালিকা তৈরি করে ভিড় জমান | আগামী বেশ কয়েকদিনের জন্য চাল-ডাল-ডিম ঘরে মজুত করে রাখতে চাইছেন অনেকেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *