Breaking News

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ফের উত্তপ্ত আসানসোলের জামুরিয়া,বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত উভয়পক্ষের বেশ কয়েকজন

সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- ভোট পরবর্তী হিংসার ঘটনায় ফের উত্তপ্ত আসানসোলের জামুরিয়া | বিজেপি তৃণমূল সংঘর্ষ উভয়পক্ষের আহত বেশ কয়েকজন বলে অভিযোগ |এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে | রাজ্য জুড়ে করোনা আবহের মধ্যে চলছে কড়া বিধিনিষেধ | ঠিক সেইসময় বুধবার রাত ৯টা নাগাদ জামুরিয়ার তালতোড় গ্রামের মাজিপাড়ায় এলোপাথাড়ি বোমাবাজির ঘটনা ঘটল বলে অভিযোগ | অভিযোগ বোমার আঘাতে দুই গ্রামবাসী সহ এক তৃণমূলকর্মী আহত হয়েছেন | এছাড়া কিছু স্থানীয় বাসিন্দা ছোটাছুটি করতে গিয়ে পড়ে গিয়ে আহত হন বলে অভিযোগ | আহত তিনজনের শরীরে বোমার স্প্লিন্টার লাগে বলে তৃণমূলের অভিযোগ | এই ঘটনায় তালতোড় তৃণমূল কংগ্রেসের নেতা কাজল মাজির অভিযোগ স্থানীয় রুইদাস পাড়ার কয়েকজন বাসিন্দা এসে এই হামলার ঘটনা ঘটিয়েছে|

তাঁর অভিযোগ ভোটের আগেই রুইদাস পাড়ার লোকজন বিজেপিতে যোগ দিয়েছে বলে জানা গেছে | তাই আক্রান্তরা দাবি করেছেন গ্রামে বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে ওই বিজেপি কর্মীরা | ঘটনায় উত্তেজনা ছড়ায় জামুরিয়ায় | পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রের খবর এই ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে | অপরদিকে আহত বিজেপি কর্মীদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কাজল মাজির নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের তৃণমূল কংগ্রেসের একটি দল এসে তাদের ওপর চড়াও হয় | তাদেরকে ব্যাপক মারধর ও শ্রীলতাহানি করা হয় বলে অভিযোগ বিজেপি কর্মীদের | আহত বিজেপি কর্মীদের সকলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে| এই ঘটনায় তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের চাপানোতোর অব্যাহত | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *