Breaking News

৬ মাস পর্যন্ত দলবদলুদের তৃণমূলে জায়গা নেই: সৌগত রায়

দেবরীনা মণ্ডল সাহা :- তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ভুল বুঝতে ফের ‘দিদি’র স্নেহতলে ফিরতে চাইছেন সোনালী গুহ | অন্যদিকে সোনালী গুহের সঙ্গেই একদিনে বিজেপিতে যোগ দিয়েছিলেন | সরলা মুর্মু, তাকে মালদার হবিবপুর থেকে প্রার্থীও করা হয়েছিল | কিন্তু তিনি প্রার্থীপদ খারিজ করে নাম লিখিয়েছিলেন পদ্ম শিবিরে। ভোটের ফলাফল বের হওয়ার পর একমাসও কাটেনি | এবার তিনিও তৃণমূলে ফিরতে চান | কিন্তু তাকে আবর্জনা বলে আগেই কটাক্ষ করে বসলেন মালদহ জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর | আর এইবার তৃণমূল সাংসদ সৌগত রায় সাফ জানালেন, ‘৬ মাস পর্যন্ত দলবদলুদের আর তৃণমূলের জায়গা নয় |’ কিন্তু তাকে প্রশ্রয় দিতে নারাজ মৌসম নুর। তাঁর কথায়, ‘ওঁকে দলে ফেরানো যাবে না | তিনি এবং তাঁর মতো অনেকেই দলের আবর্জনা |’ এদিন আবার তৃণমূল সাংসদ সৌগত রায় তৃণমূলত্যাগীদের দলে ফেরানো নিয়ে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন | বলেছেন, ‘আগামী ছয় মাস পর্যন্ত তৃণমূলত্যাগীদের দলে কোনও জায়গা নেই।’ করোনাকালে নারদ মামলায় রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের গ্রেফতারের পরই সমালোচনা করে বিজেপিতে যাওয়া দীপেন্দু বিশ্বাস বিজেপি ছেড়ে বেরিয়ে এসেছেন | তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সূত্রের খবর | অন্যদিকে শনিবার সোনালী গুহ নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখে বসেন, ‘জল ছাড়া যেমন মাছ বাঁচে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া আমিও বাঁচতে পারব না |’ তারপর রবিবার আবার সরলা মুর্মুর দলে ফেরার আর্জি | তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ আগেই জানিয়েছেন, তাদের দলে ফেরানো নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি | তৃণমূল যুব কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় বেসুরোদের দলে ফেরানোর একটি ফর্ম শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল | তারপর রবিবার তৃণমূল সাংসদ সৌগত রায় এ বিষয়ে বলেন, “আমাকে অনেকেই রোজ ফোন করছেন | কিন্তু দলবদলুদের এখনই ঘরে ফেরানো উচিত নয় বলেই আমার মনে হয় | এতে যারা দলের জন্য লড়ে গিয়েছেন তাঁদের মনোবল ভেঙে যাবে |” সৌগত রায় বলেছেন, দলত্যাগীদের ৬ মাস মনিটরিং করা উচিত | তারপর সিদ্ধান্ত নিতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *