Breaking News

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর ত্রাণকার্যে দুর্নীতি রুখতে কড়া বার্তা সোনারপুর দক্ষিণের সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের!

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় তৎপর রাজ্য | ইয়াস আছড়ে পড়ার আগেই ত্রাণকাজে দুর্নীতি রুখতে সক্রিয় তৃণমূল বিধায়ক | সেই কাজে পঞ্চায়েত ও পুরসভা এলাকার দলীয় কর্মী ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূলের সদ্য নির্বাচিত বিধায়ক লাভলি মৈত্র | আমফানের ক্ষত এখনও স্পষ্ট | তারই মধ্যে পুনরায় ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কা সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে | ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে সতর্কতামূলক প্রচার | এই আবহে সোনারপুরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল সদ্য নির্বাচিত বিধায়ক লাভলি মৈত্র | আর সুষ্ঠুভাবে ত্রাণকার্য সম্পন্ন করার জন্য সচেষ্ট হয়েছেন তিনি | দুর্যোগ মোকাবিলায় গ্রামীণ এলাকাগুলোয় প্রতিটি পঞ্চায়েত ও পুর এলাকায় ওয়ার্ড অফিসগুলিতে খোলা হবে কন্ট্রোল রুম | মাটির বাড়ি অথবা বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে | দলমতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকবে প্রশাসন | সোনারপুরের এক দলীয় বৈঠক থেকে দলের কর্মীবৃন্দদের উদ্দ্যেশ্যে এই বার্তা দেন লাভলি মৈত্র | বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া গভীর নিম্নচাপ থেকেই সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস-র | মৌসম ভবন থেকে পাওয়া খবর অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে | আজ সোমবার রাতের মধ্যেই এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস | মঙ্গলবার তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে | বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগরের বাংলা-ওড়িশা উপকূলে অবস্থান করবে ঘূর্ণিঝড় ইয়াস| দুপুরের পর তা আছড়ে পড়তে পারে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝমাঝি স্থলভাগে। দিঘা থেকে বালেশ্বরের মধ্যবর্তী স্থলভাগে ঢোকার সম্ভাবনা প্রবল | স্থলভাগে প্রবেশ করার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *