Breaking News

ভর দুপুরে সিঁথিতে ব্যবসায়ীর হার ছিনতাইয়ের চেষ্টা, ব্যর্থ হয়ে গুলি চালাল দুষ্কৃতী!অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভরদুপুরে গুলি চললো সিঁথিতে | মঙ্গলবার দুপুরে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে গয়না ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ | বাধা দিতেই গুলি চালায় দুষ্কৃতীরা | মঙ্গলবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় সিঁথির শম্ভুদাস লেনে | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরাহনগর থানার পুলিশ | সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শুরু হয়েছে তদন্ত | স্বর্ণ ব্যবসায়ী পবিত্র বারিক বলেন, “এদিন দুপুরে কাকার বাড়িতে বাইক রাখতে ঢুকছিলাম | হঠাৎ গলায় অন্য হাতের স্পর্শ অনুভব করি | ঘাড় ঘোরানোর আগেই জোরে টান পড়ে গলায় | বুঝলাম চেনা কেউ নয় | কাকিমাকে চিৎকার করে ডাকতেই বন্দুক বার করে দুষ্কৃতীরা | আমার হাতের ব্রেসলেটটা খুলে নিয়ে পালিয়ে যায় ওরা |”পবিত্রর খুড়তুতো ভাই জানান, “দাদার সঙ্গে বেরোবো বলে তৈরি হচ্ছিলাম | ওর চিৎকার শুনে ছুটে আসতেই গুলির আওয়াজ পাই | ওদের বলতে শুনি এর পরেরটা গায়ে মেরে দেব | সেই মুহূর্তে আবার শূন্যে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা|”

দিনেদুপুরে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে | ঘটনাস্থলে আসে বরানহগর থানার পুলিশ | তদন্তকারী পুলিশের অনুমান, লকডাউনে রাস্তাঘাট শুনশান থাকায় সেই সুযোগেই দুষ্কৃতীরা ছিনতাইয়ের পরিকল্পনা করে | ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুষ্কৃতীদের মাথায় ছিল হেলমেট, মুখে ছিল মাস্ক | ফলে চেনা যায়নি তাদের | তবে তাদের শারীরিক গঠনের বর্ণনা দিয়েছেন তাঁরা| বরাহনগর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দিলীপ নারায়ণ বসু বলেন, “এরকম ঘটনা এর আগে এখানে ঘটেনি, খুবই আশ্চর্যজনক | বরাহনগর থানার পুলিশ এসেছেন | এটা স্বর্ণশিল্পীদের এলাকা তাই চারদিকে সিসিক্যামেরা লাগানো রয়েছে| প্রত্যেক বাড়িতে সিসি ক্যামেরা পরীক্ষা করা হচ্ছে |” পবিত্র বারিকের দাবি, কেন এই ঘটনা তা তিনি বুঝে উঠতে পারছেন না | তাঁর সঙ্গে কারও কোনও পুরনো শত্রুতাও নেই বলেও জানিয়েছেন তিনি |ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোলও |
ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের দেখা মিলেছে | সেই ফুটেজকে হাতিয়ার করে তদন্তে নেমেছে বরাহনগর থানার পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *