Breaking News

ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী,কমেছে কাশি,কমানো হয়েছে আরও অক্সিজেনের মাত্রা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানাল উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ | মঙ্গলবার সকালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তাঁর অক্সিজেনের চাহিদা কমেছে, বেড়েছে হৃদস্পন্দন | সঙ্গে ইনজেকশনের বদলে ওষুধের মাধ্যমে তাঁকে স্টেরয়েড দেওয়া শুরু করেছেন চিকিৎসকরা | চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার রাতে ভাল ঘুম হয়েছে বুদ্ধবাবুর | মিনিটে ১ থেকে ২ লিটার অক্সিজেন প্রয়োজন হচ্ছে | তাই টানা বাইপ্যাপ দেওয়ারও প্রয়োজন পড়ছে না আর |খাওয়াদাওয়া করেছেন তিনি | রক্তচাপ স্বাভাবিক, হৃদ্‌স্পন্দন মিনিটে ৬৫ | রক্তে শর্করার পরিমাণও বর্তমানে ঠিকঠাক | শুকনো কাশি হচ্ছিল তাঁকে| তার জন্য বুকে দু’বার এক্স-রে করা হয়| কাশিও তাঁর অনেকটা কম | তবে তাঁর স্টেরয়েডের মাত্রাও কমিয়েছেন চিকিৎসকরা | ইনজেকশনের বদলে ওষুধের মাধ্যমে দেওয়া হচ্ছে স্টেরয়েড| রেমডিসিভির কোর্স সম্পূর্ণ হয়ে গিয়েছে | তাঁর শরীরে রেমডিসিভির কী প্রভাব পড়ল, সেগুলি এখন চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন| প্রসঙ্গত, ১৮ মে করোনায় আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী|প্রথমে বাড়িতে হোম আইসোলেশনে তাঁকে রেখে চিকিৎসা শুরু হয় | কারণ, হাসপাতালে যেতে একেবারেই নারাজ ছিলেন বুদ্ধদেববাবু | একইসঙ্গে তাঁর স্ত্রীও কোভিড পজিটিভ হন | তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *