Breaking News

তুঙ্গে রাজ্য-কেন্দ্র সংঘাত! কেন্দ্রের শো-কজের জবাব দিতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়

নিজেস্ব সংবাদদাতা,কলকাতা :- এবার কেন্দ্রের শো-কজের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায়,এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ | ফলে কেন্দ্র বনাম রাজ্যের প্রাক্তন আমলার এই সংঘাত কম হওয়ার কোনও ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না | একাধিক প্রোটোকল ভেঙেছেন রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যসচিব | কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? প্রশ্ন তুলে মুখ্যসচিবের পদ অবসর নেওয়ার পর সরাসরি আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করেছিল কেন্দ্র | সোমবার রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার পরই কেন্দ্রের তরফে চিঠি দিয়ে আগামী ৩ দিনের মধ্যে তাঁর জবাব তলব করা হয় | বিপর্যয় মোকাবিলা আইনে শোকজ করা হয়েছে প্রাক্তন মুখ্যসচিবকে | সোমবার তাঁর কাছে পৌঁছে গিয়েছিল চিঠি | তাতে বলা হয়েছে, ‘আকাশপথে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি দেখার পর কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | সেখানে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে পর্যালোচনা বৈঠক ছিল তাঁর | রাজ্য সরকারের প্রতিনিধিদের জন্য প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গীরা প্রায় ১৫ মিনিট অপেক্ষা করেন | বৈঠকে অংশ নেবেন কিনা মুখ্যসচিবের কাছে তা জানতে চান এক আধিকারিক | তারপরই মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে ঢোকেন মুখ্যমন্ত্রী | কিছুক্ষণ পরই বেরিয়ে যান তাঁরা | প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থেকে সরকারি কর্মী হিসেবে বিপযর্য় মোকাবিলা আইনে ৫১ (বি) লঙ্ঘন করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় | কেন তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হবে না, তা ৩ দিনের মধ্যে জানাতে হবে |’সূত্র মারফৎ জানা যাচ্ছে, তিনি সেই চিঠির জবাব দেবেন|ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় সরকারের চিঠির এই জবাব দেবেন আলাপন | সূত্রের খবর, আলাপন বন্দ্যোপাধ্যায় জানাতে পারেন, দিঘায় তাঁর পূর্ব নির্ধারিত বৈঠক ছিল| প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই কলাইকুণ্ডা ছেড়েছিলেন তিনি | আর দিঘায় তাঁর ও মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন প্রশাসনিক আধিকারিকরা | তাছাড়া রাজ্যের মুখ্যসচিব হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মান্য করাই তাঁর কর্তব্য | তবে রাজ্যের মুখ্যসচিব থাকাকালীন কোনও আমলাকে ‘হেনস্থা’ করার উদাহরণ ভারতের আমলাতান্ত্রিক ইতিহাসেও খুব একটা নেই বলেই মত রাজনীতির মহলের একাংশের|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *