Breaking News

মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্তে চাষ করা নিয়ে বিএসএফ-কৃষকদের সংঘর্ষ, আহত ৬ কৃষক,প্রতিবাদে রাস্তা অবরোধ!

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড বেধে গেল বিএসএফ-‌কৃষকদের মধ্যে| সীমান্তের জমিতে চাষ করতে যাওয়ার নথিভুক্তিকরণ নিয়ে এবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের জলঙ্গি | কৃষকদের উপর বেধড়ক লাঠিচার্জ করল বিএসএফের জওয়ানেরা বলে অভিযোগ | পাল্টা বিএসএফের গাড়ি ভাঙচুর করল ক্ষুব্ধ কৃষকেরা | রাজ্য সড়কও অবরোধ করেন তাঁরা| এই ঘটনায় ৬ জন কৃষক আহত হয়েছেন বলে খবর | তাঁদের মধ্যে দু’জনকে সাঁদিখার দিয়াড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে | জানা গিয়েছে, জলঙ্গির ফরাজিপাড়া ১ নম্বর ওপি দিয়ে প্রত্যেকদিন প্রায় আড়াই হাজার কৃষক সীমান্তের মাঠে কাজ করতে যান | সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে সীমান্তের জমিতে যাওয়ার নিয়ম বদলের অভিযোগে সরব হয়েছেন কৃষকেরা | কৃষকদের দাবি, সীমান্তের মাঠে কাজ করতে যাওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে | তাতে এতদিন চেক পোস্টে জমির মালিকের নামে ১০-‌১৫ চাষির নাম নথিভুক্ত করে, তবেই জমিতে কাজ করতে যাচ্ছিলেন তাঁরা | তাঁদের আরও দাবি, একজনের নাম নথিভুক্ত করেই সবাইকে যেতে দিতে হবে | কৃষকদের অভিযোগ, প্রতিনিয়ত এই নিয়ম পাল্টাচ্ছেন বিএসএফের জওয়ানেরা | সেই নিয়ে প্রশ্ন করতেই তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ | খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে | আবার বিএসএফের পাল্টা দাবি, শুধু মালিকের নাম নথিভুক্ত করলে চলবে না, তার সঙ্গে যারা যাচ্ছেন, প্রত্যেককেই নিজের নথি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে | এই নিয়ে ব্লক পর্যায় আলোচনা করার আশ্বাস দিলে, অবরোধ তুলে নেন কৃষকেরা| অভিযোগ পাল্টা অভিযোগের ঠেলায় এদিন উত্তপ্ত হয় সীমান্ত এলাকা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *