Breaking News

‘ইয়াস’-এর ক্ষয়ক্ষতি পর্যালোচনায় রাজ্যে আসছে ৭ সদস্যর কেন্দ্রীয় দল,তাঁদের ‘গেস্ট’-এর মর্যাদা দেবে নবান্ন!

দেবরীনা মণ্ডল সাহা :- ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে রবিবার রাজ্যে আসছে ৭ সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় প্রতিনিধি দল | ওই প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশ্বস্তপাত্র হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এস.কে.শাহি| রাজ্যে থেকে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করার পাশাপাশি নবান্নে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসবেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা বলে সূত্রের খবর | এরপর এই প্রতিনিধিদল দিল্লিতে গিয়ে ক্ষয়ক্ষতির যাবতীয় তথ্য এবং ক্ষতিগ্রস্তদের হিসেব তুলে দেবে কেন্দ্রীয় সরকারকে | তারপরই কেন্দ্র সিদ্ধান্ত নেবে, ইয়াসের ক্ষতিপূরণ হিসেবে আরও কত টাকা দেওয়া যায় রাজ্যকে |প্রসঙ্গত, ইয়াস পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে এসে বাংলার জন্য ২৫০ কোটির সাহায্য ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | এ বার কেন্দ্রীয় দল ঘুরে যাওয়ার পর আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ে কি না, সেদিকেই নজর থাকবে | শুক্রবার রাতে নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ওই প্রতিনিধি দলের রাজ্য সফরের বিস্তারিত সূচি জানানো হয়েছে | সূচি অনুযায়ী, রবিবার রাত আটটা পাঁচ মিনিটে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামবে কেন্দ্রীয় দল | তাজবেঙ্গল হোটেলে রাত কাটিয়ে পরের দিন অর্থা‍ৎ সোমবার সকালে প্রথম দলটি পৌঁছবে ডুমুরজোলা হেলিপ্যাডে | সেখান থেকে হেলিকপ্টারে চেপে প্রথমে যাবে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় | দুপুর দেড়টা নাগাদ পৌঁছবে গোসাবায় | সেখানে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে |দ্বিতীয় দলটি সকাল আটটা নাগাদ সড়কপথে পৌঁছবে দিঘায় | সেখানে দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে প্রথমে বৈঠক করবে| সড়ক পথে দিঘা-মন্দারমনি ঘুরে দুপুরেই ফিরবে কলকাতায় | পরের দিন মঙ্গলবার সকাল দশটা নাগাদ নবান্নে গিয়ে বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করবে কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা |সূত্রের খবর, যে ৭ সদস্য আসছেন তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আমলা | ৬ মে থেকে ৯ মে পর্যন্ত তাঁরা পরিদর্শন করবেন| এরপর দিল্লি ফিরে যাবেন | নবান্ন সূত্রে খবর, অমিত শাহের মন্ত্রকের এই প্রতিনিধিদলকে রাজ্যের ‘স্পেশাল গেস্ট’-এর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | ওই দলের যা যা প্রয়োজন সবরকম সহায়তা প্রশাসনের তরফে করা হবে বলেও জানা গিয়েছে|রাজনৈতিক মহলের একাংশের মতে, যেহেতু এই কমিটির রিপোর্টের উপরই যাবতীয় ক্ষতিপূরণ এবং আর্থিক সাহায্য নির্ভর করবে, সেই কারণে কেন্দ্রের প্রতিনিধিদের সব রকমভাবে সন্তুষ্ট রাখতে চাইছে নবান্ন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *