Breaking News

বিজেপি নেতৃত্বের ভরসা শুভেন্দুতেই! দিল্লিতে অমিত শাহের সঙ্গে তাঁরই বাসভবনে রুদ্ধদ্বার বৈঠক সারলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

প্রসেনজিৎ ধর :- দলের কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলবে সোমবার দিল্লিতে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী| মঙ্গলবার ও বুধবার দিল্লিতে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে | মঙ্গলবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁরই বাসভবনে রুদ্ধদ্বারে বৈঠক সারলেন শুভেন্দু অধিকারী | কিন্তু মিনিট পনেরোরও কম সময়ে বৈঠক হয় এবং অমিত শাহের দফতর থেকে | কেবল একটি টুইট করে শুধুমাত্র বৈঠক হওয়ার বিষয়টিই জানানো হয় | কোনও রকমের ব্যাখ্যা,কী নিয়ে আলোচনা তা কিছুই জানানো হয় না |তবে সূত্রের খবর,বৈঠকে রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি এবং সংগঠন নিয়ে আলোচনা হয় | লাগাতার আন্দোলনের কর্মসূচি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে সূত্রের খবর | দিল্লিতে মোদি-অমিত শাহের সঙ্গে বৈঠক করা ছাড়াও শুভেন্দু অধিকারী একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলে জানা গিয়েছে | সেখানে ভোট পরবর্তী হিংসা এবং দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে | এছাড়াও ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অনেকেই এবার পুরনো দলে ফিরেছেন এবং ফিরতে চাইছেন | সেই পরিস্থিতির কথাও উঠে আসতে পারে আলোচনায়| তবে রাজ্যে ভোট পরবর্তী হিংসা অভিযোগে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন বিজেপির ১৮ সাংসদ | বাংলায় বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারি। রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার সময় হাজির থাকার জন্য তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর | শুভেন্দু অধিকারীর দিল্লি সফরে তিনি, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠদের ফাঁসানো নিয়ে আলোচনা হতে পারে | ইতিমধ্যে পুরসভার ত্রিপল চুরির অভিযোগে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে | অন্যদিকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরাকে হেফাজতে নিয়েছে পুলিশ | সেই বিষয়েই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে | ভোট পরবর্তী হিংসা নিয়ে দিল্লিতে যখন বৈঠকে শুভেন্দু, তখন কলকাতায় হেস্টিংসে বৈঠক করছেন দিলীপ ঘোষেরা | শুভেন্দুকে কেন দিল্লিতে ডাকা হল, তা নিয়ে যে বঙ্গ বিজেপি নেতাদের কাছেও কোনও স্পষ্ট ধারণা নেই, তা জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ| শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর এই বৈঠক ঘিরে হাজারও প্রশ্ন গেরুয়া শিবিরেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *