Breaking News

রাজীবের টুইটের পর জোড়া টুইট সাংসদ সৌমিত্র খাঁর,গাড়ির পিছনে যে ছবিটা আছে সেটা আবার সামনের সিটে নিয়ে আসুন রাজীবকে বার্তা সৌমিত্রর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দলের কর্মকাণ্ডের প্রকাশ্যে সমালোচনা করে বিজেপি নেতৃত্বের আক্রমণের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায় | মঙ্গলবার সন্ধ্যায় রাজীবের ফেসবুক পোস্টে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ | বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজীববাবুর দেখা নেই বলে দাবি বিজেপি নেতাদের | এর মধ্যে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তিনি যোগাযোগ শুরু করেছেন বলেও সূত্রের খবর | এরই মধ্যে নিজের দলের সমালোচনায় মুখর হন রাজীব | ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘সমালোচনা তো অনেক হলো… মানুষের বিপুল জমসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না |’ নীল সাদা রঙে লেখা সেই ফেসবুক ব্যানারে যদিও কারও ছবি নেই | তবে রয়েছে পশ্চিমবঙ্গের মানচিত্র | রাজীবের টুইটটি শেয়ার করে সৌমিত্র খাঁ টুইটারে লেখেন, ‘৪২ হাজার ভোটে হারার পর মনে পড়ল? বিজেপির ৪২জনের বেশি কর্মীরা মারা গেছে, তখন চুপ থাকা মানে শাসক দলকে সমর্থন করা| মোদী সরকার করোনার জন্য ফ্রি তে ভ্যাকসিন,অক্সিজেন ও সব রকম সাহায্য করছে | আর ইয়াস ঘূর্ণিঝড়ের জন্য মোদীজি নিজে এসেছেন | ৪০০কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যেকে |’
দ্বিতীয় টুইটে রাজীবের উদ্দেশে সৌমিত্র লিখেছেন, ‘আরও যা যা ক্ষতি হয়েছে, তাতে কেন্দ্রীয় সরকার সাহায্য করবে | আমরা বিরোধী দল, আমরা সরকারের গঠনমূলক কাজে সাহায্য করব | ভুল হলে পথে নামব | আপনি নীরব না থেকে বিজেপি কর্মীদের পাশে থাকলে ভাল হয় | না হলে গাড়ির পিছনে যে ছবিটা আছে, সেটা আবার সামনের সিটে নিয়ে আসুন |’বিজেপির আক্রমণের ঝাঁঝ দেখে রাজনৈতিক মহলের ধারণা, রাজীব বন্দ্যোপাধ্যায়কে খরচের খাতায় ধরে নিয়েছেন তাঁরা | এখন দেখার কতদিনে ঘরওয়াপসি হয় রাজীবের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *