Breaking News

করোনাকে হারিয়ে অবশেষে পাম এভিনিউয়ের বাড়িতে ফিরলেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনামুক্তির পর অবশেষে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য | গত ২ জুন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পান তিনি | কিন্তু দেখভালের সমস্যার জন্য বাড়ি ফেরেননি | কলকাতার সিআইটি রোডের ধারে একটি নার্সিংহোমে আইসোলেশনে ছিলেন | বুধবার সেখান থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেববাবু | বুধবার দুপুরে বিশেষ আইসিইউ অ্যাম্বুলেন্সে তাঁকে বাড়ি ফেরানো হয় | এই সিদ্ধান্তের আগে অ্যান্টিবডি পরীক্ষা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর | সেই রিপোর্ট সন্তোষজনক হওয়ায় তাঁকে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা | বুদ্ধবাবুর সঙ্গে আইসোলেশনে ছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও | বুধবার বিশেষ আইসিইউ অ্যাম্বুল্যান্সে তাঁরা বাড়ি ফেরেন| হাসপাতালের তরফে জানানো হয়েছে বুদ্ধবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল | শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে তাঁর | তবে তাঁকে কিছু নিয়ম মেনে চলতে হবে | নিয়মিত করতে হবে ব্যায়াম | বাড়িতে বুদ্ধবাবুর শারীরিক দেখভালের জন্য ৩ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে | তাঁরা নিয়মিত খোঁজ রাখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর | গত ১৮ মে করোনা সংক্রমণ ধরা পড়ে বুদ্ধবাবুর | এরপর বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর | গত ২৫ মে পরিস্থিতির অবনতি হলে তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় | গত ২ জুন করোনামুক্ত হয়ে সেখান থেকে ছুটি পান তিনি | সেখান থেকে মেরিল্যান্ড হাসপাতালের সেফ হোমে পাঠানো হয় তাঁকে | তাঁর সঙ্গেই ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য | কোভিড বিধি মেনে ২১ দিন আইসোলেশনে থেকে এদিন বাড়ি ফেরেন তিনি | বাড়ি ফিরেও তাঁকে কড়া বিধির মধ্যে থাকতে হবে| কী ওষুধ নিতে হবে কিংবা অক্সিজেন মাত্রা স্বাভাবিক রাখতে কী ফিজিওথেরাপি আগামিদিনে তাঁকে করতে হবে, সব বলা বুদ্ধদেব ভট্টাচার্যের মেডিক্যাল রিপোর্টে | তাঁর পাম অ্যাভেনিউয়ের বাড়িতে একমাত্র মেয়ে সুচেতনা ছাড়াই প্রত্যেকেই ছিলেন সংক্রমিত | এমনকি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেখভালের দায়িত্বে থাকা পরিচারকও সংক্রমিত হয়েছিলেন | তাই করোনামুক্ত হয়ে তাঁকে বাড়ি না ফিরিয়ে সেফ হোমে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *