Breaking News

হলদি নদীতে উল্টে গেল ট্রলার, মৃত ১, উদ্ধারকাজ চলছে,মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা!

নিজস্ব সংবাদদাতা :-হলদি নদীতে ট্রলার উল্টে প্রাণ হারালেন এক ব্যক্তি|তাঁর নাম প্রদীপ মান্না | তিনি কাঁথির বাসিন্দা | এদিকে ট্রলারে সম্ভবত ১৩জন ছিলেন | তাঁদের খোঁজে রাতেই তল্লাশি শুরু হয় | উপকূলরক্ষী বাহিনীও রাতে ঘটনাস্থলে পৌঁছায় | কিন্তু একদিকে অন্ধকার ও অন্যদিকে জলের স্রোতের জেরে তল্লাশি চালাতে যথেষ্ট সমস্যায় পড়ে উদ্ধারকারী টিম | শনিবার রাতে আচমকাই হলদি নদীতে উলটে গেল ট্রলার | রাতের অন্ধকারে ট্রলার উল্টে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় | স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সংলগ্ন হলদি নদীতে ট্রলারটিকে নোঙর করার চেষ্টা করা হচ্ছিল | সেই সময় সেটি আচমকা উল্টে যায় | ট্রলারে থাকা লোকজন একে একে তলিয়ে যান | নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় প্রদীপ মান্নার | নিখোঁজ হয়ে যান ট্রলারে থাকা ১৩ জন | খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উপকূলরক্ষী বাহিনী| শুরু হয় উদ্ধার কাজ| কিন্তু রাতের অন্ধকারে নদীতে তল্লাশি চালাতে বেশ বেগ পেতে হয় তাঁদের | তবে একে একে ৯জনকে উদ্ধার করা সম্ভব হয়| রাতে উদ্ধারকাজ কিছুক্ষণের জন্য স্থগিত ছিল | রবিবার দিনের আলো ফুটতে ফের বাকিদের খোঁজে শুরু হয় তল্লাশি | শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনের খোঁজ চলছে | এখনও তাঁদের সন্ধান না মেলায় বাড়ছে মৃত্যুর আশঙ্কা | স্রোতে কেউ দূরে ভেসে গিয়েছেন কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে | উদ্ধারকাজ দেখতে নদীর পাড়ে অনেকেই ভিড় জমান | নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন | বাকি চারজনের খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে | তাঁরা আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে | তবে ট্রলারডুবির ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে | কীভাবে ট্রলারটি ডুবে গেল তা খতিয়ে দেখা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *