Breaking News

ত্রিপুরাতেও জোরকদমে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস, অগস্টে ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর :- ‌তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই ত্রিপুরা জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | বছর দেড়েক বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন | আর তাই অগস্টেই ত্রিপুরায় যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের | ত্রিপুরায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বামশক্তি ক্ষয়িষ্ণু হয়েছে | একা মানিক সরকারের পক্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব হয়ে যাচ্ছে কংগ্রেস নেই বললেই চলে, আর সেই ফাঁকা জায়গা পূরণ করতেই ঝাঁপাচ্ছে তৃণমূল | এমনিতেই মুকুল রায়ের হাত ধরে ত্রিপুরাতে ভালো সংগঠন বানিয়েছিল তৃণমূল | কিন্তু তারপর সেই সংগঠন ভেঙে যায় মুকুলের বিজেপিতে যাওয়ায় | আবার মুকুলের প্রত্যাবর্তনে বদলেছে ত্রিপুরায় বিজেপির চিত্র | আর সেই সুযোগকে আর সংগঠনকে মজবুত করতে ত্রিপুরা যাত্রা অভিষেকের | বছর দেড়েক বাদে ত্রিপুরায় নির্বাচন, তার আগেই তৃণমূলের ঘাঁটি শক্ত করতে এখন থেকেই আদাজল খেয়ে নামতে চাইছেন অভিষেক | দলীয় সূত্রে খবর, ত্রিপুরায় ইতিমধ্যেই তৃণমূল সাংগঠনিকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে | উত্তর ত্রিপুরা, উনকোটি, ধলাই-সহ বিভিন্ন জায়গায় বহু নেতা-কর্মীরা তৃণমূলে যোগদান করতে শুরু করেছে | পাশাপাশি আদিবাসীদের মধ্যেও তৃণমূলের প্রভাব বিস্তারের সম্ভাবনা দেখা গিয়েছে | জানা গিয়েছে, ইতিমধ্যে আদিবাসীদের অনুষ্ঠানে তৃণমূল শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে বলে খবর | সেই শুভেচ্ছাবার্তা ত্রিপুরার আদিবাসী সমাজ ভালোভাবে গ্রহণ করেছে | সামনেই ২১ জুলাই | সেদিন শহিদ স্মরণে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তৃণমূল নেত্রীর সেই ভাষণ রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্ত ছাড়াও ত্রিপুরার ধর্মনগর, উদয়পুরেও শোনা যাবে | এই ভাষণ দেখানোর জন্য ওই সব এলাকায় জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে | ইতিমধ্যেই ত্রিপুরায় বিভিন্ন ব্লক থেকে জায়েন্ট স্ক্রিনের বন্দোবস্ত করার জন্য অনুরোধ আসছে | এই প্রেক্ষাপটে অগস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই ত্রিপুরা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *