Breaking News

১৭১ জন বিজেপি কর্মী ও নেতার খুন রাজ্যে, তাঁদের শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলী দিবস পালন করল বিজেপি!

দেবাশীষ পাল, মালদহ :- শ্রদ্ধাঞ্জলী দিবস পালন করলো বিজেপি| তৃণমূলের শহিদ দিবসের পাল্টা জবাব দিতে গোটা রাজ্যের সঙ্গে মালদহ জেলাতেও এই দিনটি শ্রদ্ধাঞ্জলী দিবস হিসেবে পালন করে জেলা বিজেপি | পাশাপাশি মানব অধিকার রক্ষা দিবস হিসেবেও দিনটি পালন করে তারা | এদিন বিজেপি-‌র দলীয় অফিস প্রাঙ্গণে ড:‌ শ্যমাপ্রসাদ মুখার্জি মূর্তিতে শ্রদ্ধাঞ্জলী দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা বিজেপি সভাপতি গোবিন্দচন্দ্র মন্ডল | জানা গেছে, ভোট পরবর্তী হিংসায় ১৭১ জন বিজেপি কর্মী ও নেতা খুন হন | নিহতদের প্রতি সমবেদনা জানাতে শ্রদ্ধাঞ্জলী দিবস হিসেবে দিনটি পালন করে বিজেপি | এদিন জেলা সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল বলেন, ‘‌তৃণমূল যে শহিদ দিবস পালন করছে, সেখানে মাত্র ৩ জন মারা যায় | কিন্তু ওরা মিথ্যে বলছে, মানুষের সঙ্গে প্রবঞ্চনা করছে | আমাদের ৯০০ কর্মী বাইরে রয়েছেন | এই রাজ্যে মানুষের মৌলিক অধিকার খর্বিত হচ্ছে | ‘‌গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও’‌ হিসেবেও দিনটি আজ আমরা পালন করি এবং প্রতিবছর করে যাবো|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *