Breaking News

যশবন্ত নন, মুকুলও নন!রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন জহর সরকার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে রাজ্যসভায় মনোনয়ন দিচ্ছে তৃণমূল কংগ্রেস | শনিবার এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস| জহর সরকার এই মুহূর্তের শুধু নয়, অন্তত গত দুই দশকের সবথেকে আলোচিত কেন্দ্রীয় সরকারি আমলাদের মধ্যে অন্যতম নাম | এবার তাঁকেই রাজ্যসভায় কেন্দ্র বিরোধী মুখ হিসাবে পাঠাতে চলছে তৃণমূল | তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বেশ নাটকীয় ভাবে তাঁর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন| দীনেশের ছেড়ে যাওয়া সেই আসনেই আগামী ৯ আগস্ট উপনির্বাচনের জন্য ভোট নেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন| সেই আসনেই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসাবে দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংয়ের নাম প্রায় চূড়ান্ত বলেই শোনা যাচ্ছিল | এমনকি নাম ঘুরছিল মুকুল রায়েরও | কিন্তু সেই দুই নামের কেউই চূড়ান্ত ছাড়পত্র পেল না তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে | বরঞ্চ সবাইকে অবাক করে দিয়ে তৃণমূলের প্রার্থী হিসাবে নাম ভেসে উঠলো প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারের | তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলাপচারিতা রয়েছে প্রসার ভারতীর প্রাক্তন এই সিইও’র | সেই সূত্রেই এদিন সকালে মমতা নিজেই ফোন করেছিলেন জহরবাবুকে বলে সূত্রের খবর | সেখানেই তাঁকে রাজ্যসভার প্রার্থী হওয়ার কথা বলেন যাতে দেশের এই প্রাক্তন আমলা সন্মতি দেন | এরপরেই এদিন বেলার দিকে তৃণমূলের তরফে টুইট করে জানিয়ে দেওয়া হয় যে দেশের এই প্রাক্তন আমলাই এবারে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন |জহরবাবু শুধু প্রসার ভারতীর প্রাক্তন সিইও’ই নন, তিনি বাংলার সংস্কৃতি ও দেশের কৃষ্টির অন্যতম ধারক ও বাহকও | সাম্প্রতিক কালে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মোদি সরকার যেভাবে হেনস্থা করা শুরু করেছিল তিনি তাঁরও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *