Breaking News

সাইবার ক্রাইমের শিকার খোদ রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়,তদন্তে নামল পুলিশ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাইবার ক্রাইম বেড়ে চলেছে| কলকাতা পুলিশের কাছে নানা অভিযোগ জমা পড়ছে সাইবার ক্রাইম নিয়ে | এবার সাইবার ক্রাইমের শিকার হলেন খোদ রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় | সে কথা তিনি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন | সেখানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করে পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে | তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন | এই ঘটনায় পুলিশকর্তাদের কপালে ভাঁজ পড়েছে | রাজ্যের নিরাপত্তা অধিকর্তা সাইবার ক্রাইমের শিকার হতে পারেন তা কেউ কল্পনাও করতে পারছেন না | এই ঘটনা নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে | ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করা হয়েছে| একটি ভুয়ো মেসেঞ্জার বক্স বানানো হয়েছে | আর সেই মেসেঞ্জারের মাধ্যমে আমার পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে|’ যে নম্বরটি দিয়ে টাকা লেনদেন করা হচ্ছে, সেটিও প্রকাশ্যে নিয়ে এসেছেন বিবেক সহায় | তিনি রীতিমতো ফেসবুকে স্ক্রিন শট শেয়ার করেছেন বিবেক সহায় | তাতে উঠে এসেছে গোটা চ্যাট হিস্ট্রি | সেখানেই দেখা যাচ্ছে, বিবেক সহায়ের অ্যাকাউন্ট ব্যবহার করে ১৫ হাজার টাকা চাওয়া হয়েছে | টাকাটি পাঠাতে বলা হয়েছে—৮২৬০৮৫০৭১২ নম্বরে | এই নম্বরটি নিয়ে তদন্তে নেমেছে সাইবার ক্রাইম থানার পুলিশ | এমনকী এই ঘটনার নেপথ্যে কারা কারা রয়েছে, কোনও চক্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর | সবাইকে সাবধান করতেই এই ফেসবুক পোস্ট করেছেন তিনি | একদিনে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে যখন গোটা দেশ উত্তাল | তার মাঝেই হ্যাকিং ও ক্লোনিং-এর ঘটনায় চিন্তিত অফিসাররা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *