Breaking News

‘‌আমাকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক’‌, আদালতে চিৎকার শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের!

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :- তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ | সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ | শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা মঙ্গলবার স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেন আদালতে | সূত্রের খবর, এদিন কাথি আদালতে রাখালকে তোলা হয়েছিল| শুনানি চলাকালীন বিচারকের উদ্দেশ্যে একাধিকবার চিৎকার করে রাখাল স্বেচ্ছামৃত্যুর অনুমতি চান| বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার নাম করে বিপুল টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরার বিরুদ্ধে | এমনকী কলকাতার মানিকতলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তার বিরুদ্ধে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর | জেলাতেও একই প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে | শুভেন্দু অধিকারীর কলকাতার ফ্ল্যাটের দেখভাল করতেন তিনি বলে সূত্রের খবর | এছাড়া বড়বাজারে তাঁর ব্যবসাও রয়েছে | এদিন আদালত কক্ষে চিৎকার করে রাখাল বেরা স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেও লিখিতভাবে তা জানাননি | তাই বিষয়টি নিয়ে গুরুত্ব দেয়নি আদালত | এই বিষয়ে রাখালের আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘‌এই ধরনের আবেদন আইনত গ্রহণযোগ্য নয় | তবে রাখালকে যেভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাতে সেই চাপ সহ্য করতে না পেরে তিনি এমন কথা বলেছেন |’ প্রসঙ্গত, কাঁথি থানায় রাখালের নামে জামিনঅযোগ্য ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে | সেই মামলাই আদালতে দায়ের হয়েছে | এদিনের শুনানিতে চারদিনের পুলিশ হেফাজত হয়েছে | তার উপর চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার দুটি মামলা চলছে | তবে রাখালের এমন দাবিতে ঘটনায় আজ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আাদালতে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *