Breaking News

রাজ্যকে আর মাত্র ৩ দিন সময় দেওয়া যাবে,ভোট পরবর্তী হিংসা মামলায় জানাল হাইকোর্ট !পরবর্তী শুনানি ২ অগাস্ট

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- ভোট পরবর্তী হিংসার মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়তে রাজ্যকে ৩১ জুলাইয়ের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট | এই মামলার পরবর্তী শুনানি হবে ২ অগাস্ট | প্রসঙ্গত, আজকের শুনানিতে মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ার জন্য আরও বেশি সময় চায় রাজ্য | সেই প্রেক্ষিতেই আদালত জানিয়ে দেয় যে আর মাত্র তিন দিনের মধ্যেই রিপোর্ট পড়া শেষ করতে হবে| এই মামলায় আগেই হলফনামা জমা দিয়েছিল রাজ্য | বুধবার এই মামলার শুনানিতে রাজ্য অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার আর্জি জানায়। রাজ্য সরকারের দাবি, মানবাধিকার কমিশনের রিপোর্ট আরও বেশি সময় ধরতে পড়তে হবে | সেই রিপোর্ট পড়ে ফের হলফনামা জমা দেবে রাজ্য | এই প্রসঙ্গে মৃত অভিজিৎ সরকারের আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, ‘কেন অতিরিক্ত সময় চাইছে রাজ্য? সময় দিলে প্রমাণ নষ্ট হয়ে যাবে। পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে| রাজ্য তাদের উত্তর জানিয়ে দিয়েছে। তাহলে কেন সময় দেওয়া হবে? অন্যদিকে, মামলাকারী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানান, এই মামলায় ‘সিট’ গঠনের প্রয়োজন আছে | ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ জানিয়ে দেয়, ‘অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার জন্য রাজ্যকে ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হবে | এর বেশি সময় দেওয়া হবে না |’ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস বয়কট করার দাবি তুলেছেন আইনজীবীরা | আজ প্রচুর আইনজীবী ভিড় করেন আদালতে | তাঁরা সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাশে হওয়া সব মামলাই বয়কট করা হবে | এই আইনজীবীদের মধ্যে অনেকেই ছিলেন, যাঁরা ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করছেন | তাই মামলার শুনানি হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল | আইনজীবী সপ্তাংশু বসু জানান তিনি তৃণমূল নেতা পার্থ ভৌমিক ও জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে সওয়াল করছেন | তবে তাঁরা চেয়েছিলেন সোমবার পর্যন্ত মামলা স্থগিত রাখা হোক | যদিও জনস্বার্থ মামলাকারী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘তিন মাস ধরে রাজ্যের মানুষ ভোট পরবর্তী হিংসায় ভুগছে, তাদেন জন্য এই শুনানি অত্যন্ত জরুরি |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *