Breaking News

রাজ্যে হিংসার জন্য মিঠুনের ডায়লগ দায়ী নয়, জানাল আদালত!‘শোলে’র উদাহরণ টেনে পর্যবেক্ষণ আদালতের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-আদালতের পর্যবেক্ষণে কিছুটা স্বস্তিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী | ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে নিজের ছবির সংলাপ আউড়ে ছিলেন মিঠুন | বলেছিলেন, ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে,’ এছাড়াও বলেছিলেন, ‘আম জলধোরাও নয়, বেলেবোড়াও নয়, একেবারে জাত গোখরো, এক ছোবলেই ছবি |’ যা নিয়ে হিংসা ছড়ানোর অভিযোগ তুলে এফআইআর পর্যন্ত রুজু করা হয় | যদিও আদালত মনে করছে, সিনেমার জনপ্রিয় ডায়লগে কখনও হিংসা ছড়ায় না | মিঠুনের মামলার শুনানি করতে গিয়ে পর্যবেক্ষণে বুধবার এমনটাই জানালেন বিচারপতি কৌশিক চন্দ | সেই মামলার পর্যবেক্ষণে এদিন ‘মহাগুরু’কে স্বস্তি দিয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, ‘শোলের আমজাদ খান থেকে আজ পর্যন্ত হাজার হাজার জনপ্রিয় সিনেমা ডায়লগ তৈরি হয়েছে| মিঠুন নিজেও স্বীকার করে নিয়েছেন, তিনি ওই ডায়লগ বলেছেন | এরপর আর কী তদন্তের বাকি থাকে?’ তিনি আরও জানিয়েছেন, “শোলের আমজাদ খান থেকে আজ পর্যন্ত হাজার হাজার জনপ্রিয় সিনেমা ডায়লগ তৈরি হয়েছে | মিঠুন চক্রবর্তী ডায়লগটিও জনপ্রিয় | মিঠুন নিজেও স্বীকার করে নিয়েছেন, তিনি ওই ডায়লগ বলেছেন | এরপর আর কী তদন্তের বাকি থাকে?” যদিও রাজ্যের সরকারি আইনজীবি এই মামলা নিয়ে আরও একটু তদন্তের আর্জি জানান |বিচারপতি কৌশিক চন্দ আগামী মঙ্গলবার দুপুর ২ টার সময় এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন | এরই সঙ্গে এই মামলার তদন্তের অগ্রগতির সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন তিনি | এই মামলায় একাধিকবার ভার্চুয়ালি কলকাতা পুলিশের জেরার মুখে পড়েন মিঠুন চক্রবর্তী | কিন্তু তিনি বারবার জেরায় হাজিরা দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *