Breaking News

গভীর অন্ধকারেও উঠবে ১০৮০ মেগাপিক্সেলে ছবি, ট্রাফিকদের পুলিশদের জন্য নতুন উপহার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ট্রাফিক পুলিশদের জন্য বিশেষ সুবিধা আনলো লালবাজার | এবার আরও উন্নত এবং উচ্চক্ষমতা সম্পন্ন বডি ক্যামেরা হচ্ছে সকল ট্রাফিক সার্জেন্টদের | প্রযুক্তিকে কাজে লাগানো এবং গ্যাজেটের ব্যবহারে বরাবরই এগিয়ে কলকাতা পুলিশ| এবার তাতে আরও একটি জিনিসের সংযোজন হল | যার ফলে এবার থেকে ট্রাফিক সার্জেন্টরা ১০৮০ মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালিটিতে ভিডিও এবং ছবি দিনের আলোতে তো বটেই, রাতের অন্ধকারেও তুলতে পারবেন | যদিও গত কয়েক বছর ধরেই কলকাতা পুলিশের সার্জেন্ট থেকে শুরু করে সমস্ত পুলিশ কর্মীরাই বডি ক্যামেরার ব্যবহার করে আসছেন| সেই তালিকায় এবার যুক্ত হল ট্রাফিক সার্জেন্টদের নাম | জানা গিয়েছে, তাদের কাছে নাকি ইতিমধ্যেই এই বডি ক্যামেরা পৌঁছে গিয়েছে | নতুন এই বডি ক্যামেরায় ভিডিয়ো উঠবে ১০৮০ পিক্সেলে |রাতের ছবি বা ভিডিয়ো তোলার জন্য এতে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন এলইডি ফ্ল্যাশ | নতুন এই বডি ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ ও স্টোরেজ ক্ষমতাও অনেক বেশি | অর্থাৎ একসঙ্গে পাঁচ-ছয় ঘণ্টা ভিডিয়ো রেকর্ড করা যাবে | এছাড়াও এই বডি ক্যামেরার সঙ্গেই রয়েছে এলসিডি ডিসপ্লে, যাতে কোনও ছবি ও ভিডিয়ো তোলার সঙ্গে সঙ্গেই তা দেখে নেওয়া যাবে| লালবাজারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও জায়গায় সমস্যা জনিত বা সন্দেহজনক কিছু দেখলেই বডি ক্যামেরা চালু করে দিতে হবে | ফলে সবটাই রেকর্ড হয়ে যাবে | স্পষ্ট নির্দেশ রয়েছে, কোথাও কোনও বেগতিক পরিস্থিতি দেখলেই বডি ক্যামেরা চালু করতে হবে | বডি ক্যামেরা অন থাকলেই সবটা রেকর্ড হবে | ফলে কার দোষ কার গুণ, সবটা জলের মতো স্পষ্ট হয়ে যাবে | বাস্তবে হয়েছেও তাই | বহু ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠলেও পরে বডি ক্যামেরার ভিডিয়ো ঘেঁটে দেখা গিয়েছে অভিযোগ মিথ্যা |

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *