Breaking News

বাতিল হতে পারে ১০ এবং ১০০ টাকার নোট! এমনটাই আভাস দিলেন আরবিআই-এর অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার

নিজস্ব সংবাদদাতা :- ২০১৬ সালে হঠাত করে রাতারাতি পুরোনো নোট বাতিল করা হয়, তখন দেশের আর্থিক পরিস্থিতি সামাল দিতে আনা নয় নতুন নোট। পুরনো হাজার টাকার নোট বাতিল করে আনা হয় ৫০০ এবং ২০০০ টাকার টাকার নোট। আর এই ঘটনার পর আবারো হতে পারে নোট বাতিল। আপাতত রিসার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বি. মহেশ গতকালই পুরোনো ১০, ১০০ টাকার নোট বাতিল করার কথা জানিয়েছেন।

এদিন বি. মহেশ জেলা স্তরের সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করার সময় এই পরিকল্পনার কথা জানান। ইতিমধ্যেই জানানো হয়েছে মার্চ ও এপ্রিলের মধ্যেই পুরোনো নোট বাজার থেকে তুলে নেওয়া হতে পারে। প্রসঙ্গত, ১০ টাকার কয়েনের বৈধতা ও আসল নকল তাই নিয়েও ধোঁয়াশা রয়েছে তাই এই সমস্যা দূর করতে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এমনকি আজকাল অনেকেই ১০ টাকার নতুন কয়েন গ্রহণ করতে চাননা। তাই সবকিছু ভেবে বিচার বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আবারো যদি টাকা বদল হয় সেক্ষেত্রে আবার কোন নতুন সমস্যার সম্মুখীন হবে দেশবাসী সেই নিয়েও একটা প্রশ্ন থেকেই গেছে। কিন্তু যাই হোক না কেন সব ভেবেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে জলদিই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *