দেবরীনা মণ্ডল সাহা :- পঞ্চায়েত নির্বাচন যখন অনেক মায়ের কোল খালি করে দিচ্ছে, তখনই এক সর্বস্ব হারা মায়ের কাছে তাঁর সন্তানকে ফিরিয়ে দিল এই নির্বাচনই। তেইশেই পঞ্চায়েত নির্বাচনের কারণেই সাত বছর পর তাঁর ঠিকানা ফিরে পেলেন এক ফুটপাতবাসী মা।সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের দৌলতে ৭ বছর পর সেই মহিলাকে ফিরে পেলেন তাঁর ছেলে। আর সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের নেপথ্যে এক পুলিশ কর্মী। ওই পুলিশ কর্মীর সামনে মহিলা মন্তব্য করেছিলেন, ‘পলিটিক্যাল প্রোগ্রামের খাবার নেব না।’ কেন? সেই উত্তরে তিনি বলেছিলেন, ‘ইম্পসিবল, অসম্ভব।’ ফুটপাতবাসী মহিলার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়ো দেখেই মাকে খুঁজে পেলেন ছেলে। ওই মহিলার নাম ঝর্না যাদব। তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। স্বামীর অত্যাচারের প্রতিবাদে তিন মেয়ে এবং দুই ছেলেকে রেখেই তিনি ঘর ছেড়েছিলেন। সেই সময় তাঁর ছেলে, মেয়ে সকলেই ছিল ছোট। ফলে মা কেন ঘর ছেড়েছিল তা সেই সময় তারা বুঝতে পারেনি। ঘর ছেড়ে রায়গঞ্জ থেকে মহিলা চলে আসেন আসেন কলকাতায়। ৩ বছর তিনি বরাহনগরের টবিন রোডের ফুটপাতে ছিলেন তিনি। পরে তিনি ডানলপের ফুটপাতে থাকতে শুরু করেন। সেখানে কাগজ, বোতল কুড়িয়ে এবং চায়ের দোকানে কাজ করে দিন চলত তাঁর।