Breaking News

৭ মিনিট অন্তর সব ট্রেন!দমদম আর শেষ স্টেশন নয়, সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর

প্রসেনজিৎ ধর, কলকাতা :-মেট্রো যাত্রীদের জন্য সুখবর, নতুন বছরের আগেই বড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার থেকে প্রান্তিক বা শেষ স্টেশন আর দমদম নয় সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। ফলে, যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী সকালের প্রথম মেট্রোর সময়ও তাই। এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোর সময় বদলে ৯টা ৩৩ মিনিট করা হয়েছে, যা ৯টা ২৮ মিনিট ছিল। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদমগামী রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে। আরও একটি বিষয় বদল করেছে মেট্রো রেল। এত দিন অফিসের ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো চলত। কিন্তু এবার সেই ব্যবধান বাড়িয়ে ৭ মিনিট করা হয়েছে। তবে সোম থেকে শুক্রবার যেমন রাতে বিশেষ মেট্রো কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চালানো হয়, তেমনই চলবে। এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের ব্লু লাইনে, এতদিন কিছু মেট্রো দমদম, এবং কিছু দক্ষিণেশ্বর অবধি যাতায়াত করত। ফলে যাত্রীদের প্রান্তিক স্টেশন দমদম থেকে মেট্রো পেতে অপেক্ষা করতে হত প্রায় ১৮ মিনিট পর্যন্ত। সেই সমস্যা অনেকটাই বদলাবে। পাশাপাশি, এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে দিনভর|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *