Breaking News

হাওড়ার পর হুগলিতেও এবার মেট্রো,সাংসদ রচনার মন্তব্যে জল্পনা!চিঠি অশ্বিনী বৈষ্ণবকে

প্রসেনজিৎ ধর, হুগলি :-চুঁচুড়া–ব্যান্ডেল পর্যন্ত মেট্রো রুটের ছাড়পত্র রয়েছে। সংসদে প্রশ্ন করে এমন উত্তর পেয়েছেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার সেটা দ্রুত বাস্তবায়ন করতে চান দিদি নম্বর ওয়ান। আজ, সোমবার হুগলিবাসীকে এমনই আশা দেখালেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার এলাকার উন্নয়ন নিয়ে হুগলির জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে বৈঠক করেন তিনি। আর সেখানেই মেট্রোর সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। পরে এই বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন রচনা।সোমবার হুগলির জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে হুগলির মেট্রো নিয়েও আলোচনা হয়।বৈঠক শেষে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেট্রোটা যদি চুঁচুড়া, ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি, মানুষের ভীষণ উপকার হয়। সেটা নিয়ে চিঠিপত্র দিয়েছি। এটা একটা বড় ব্যাপার। তবে কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। সেই বিষয় নিয়েও জেলাশাসকের সঙ্গে কথা হল। জেলাশাসক বলেছেন, তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে।”এরপরই যোগ করেন, “রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম। উনি উত্তর দিয়েছেন। সেটা সবথেকে বড় কথা। উনি বলেছেন কীভাবে এগোনো যায়, সেটা দেখছেন। জমি অধিগ্রহণের বিষয় থাকলে সেটাও দেখতে হবে কোথায় কীভাবে এগোনো যায়। এটা তো সরাসরি ব্যান্ডেল শুধু নয়, মাঝে শ্রীরামপুর আছে। হাওড়া আছে। হাওড়ায় রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে মিলিতভাবে এটা করতে হবে। আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করব। বাকিটা কেন্দ্রের হাতে। তারা যদি একটু দয়াশীল হন, তাহলে আমরা লড়তে পারি। এ বিষয়ে মন্ত্রীরা রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে যদি বিষয়টা মিটে যায় তাহলে আর প্রশ্ন নেই।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *