দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিবাদী বাগের বহুতল থেকে পড়ে মৃত্যু প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বৃদ্ধের বয়স ৬৮। বৃদ্ধের। ঘটনা নেতাজি সুভাষচন্দ্র রোডের। জানা যাচ্ছে বহুতলের ওপর থেকে পড়ে যাওয়ার অভিঘাতে ফাটল ধরে যায় ফুটপাথে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। কীভাবে ওই বৃদ্ধ পড়ে গেলেন, দুর্ঘটনা, নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।সোমবার বিবাদী বাগ অঞ্চলের মার্শাল হাউজ নামক বহুতল থেকে পড়ে যান বছর ৬৪-র এক বৃদ্ধ। নাম কুমার সাউ। তিনি মার্শাল হাউজ-এর ছাদ থেকে পড়েন পাশের সেন্ট্রাল ব্যাংক বিল্ডিং-এর চত্বরে। পড়ে গিয়ে মৃত্যুর খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। কী ভাবে ওই বৃদ্ধ পড়ে গেলেন, এটি দুর্ঘটনা, না আত্মহত্যার ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই আবাসনের কর্মী না হওয়া সত্ত্বেও বৃদ্ধ কীভাবে ছাদে উঠল, সেই নিয়েও প্রশ্ন উঠছে।ঘড়ির কাঁটায় দুপুর ২টো হবে। সেই সময় আচমকাই নেতাজি সুভাষচন্দ্র রোডে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পান স্থানীয়রা। দৌড়ে যান তাঁরা। দেখেন, বহুতলের নিচে এক বৃদ্ধ পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে তাঁর শরীর। পা, কোমর বেঁকে গিয়েছে। দেহ থেকে কিছুটা দূরে পড়ে রয়েছে তাঁর বেল্ট। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বহুতল থেকে তিনি ঝাঁপ দিয়েছেন নাকি কেউ ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে|
Hindustan TV Bangla Bengali News Portal