Breaking News

সিবিআই হেফাজতে অনশনে ‘কালীঘাটের কাকু’!অনুমতি মিলল সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিবিআই হেফাজতে অনশনে ‘কালীঘাটের কাকু’ | নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ওষুধ, খাবার কিছুই খাচ্ছেন না বলে খবর। যার জেরে তাঁর সুগার বেড়েছে। শনিবার আদালতে এমনই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী।কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই। আজ, শনিবার বিশেষ সিবিআই আদালত সেই আবেদন মঞ্জুর করল। তার জেরে চাপে পড়ে গেল কালীঘাটের কাকু। তবে সিবিআই আজ আবেদন করে যে, তারা কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে রাখতে চায় না। তাই কালীঘাটের কাকুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। অর্থাৎ দুটি ক্ষেত্রেই আদালত সিবিআইয়ের দাবি মেনে নিয়েছে।
আজ সিবিআইয়ের আইনজীবী সন্দীপ চৌধুরী আদালতে জানান, সিবিআই হেফাজতে থাকাকালীন খাওয়াদাওয়া বন্ধ করে দিচ্ছেন অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এমনকী ওষুধ খেতে চাইছেন না। এটা করতে থাকলে বিপদে পড়বে সিবিআই। তাই তাঁর রক্তে শর্করার সমস্যা বৃদ্ধি হচ্ছে। আজ শনিবার আদালতে এই তথ্যই তুলে ধরলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তাই তাঁকে আর হেফাজতে নিতে চাইছে না সিবিআই। ২০২৩ সালের ২৩ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি।এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে তদন্তকারী সংস্থার আইনজীবীর মন্তব্য, “ওঁ রাজনৈতিক ব্যক্তিত্ব। ওঁ জানেন অনশন করলে অনেক সুবিধা পাওয়া যায়।” পালটা সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর আবেদন, “ওঁ অসুস্থ। রাজনীতির সঙ্গে যুক্ত নন। ওঁকে হাউস অ‍্যারেস্ট বা গৃহবন্দি করে রাখা হোক।” দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক ‘কালীঘাটের কাকু’কে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। পাশাপাশি, ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে আদালত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *