Breaking News

রাজ্য সঙ্গীতের স্বীকৃতি পাচ্ছে ‘বাংলার মাটি, বাংলার জল’!রাজ্য সঙ্গীত নির্দিষ্ট করার প্রস্তাব আসছে বিধানসভায়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার পশ্চিমবঙ্গের ‘রাজ্য সংগীত’ নির্দিষ্ট করার প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়। যে গানের সঙ্গে বাংলার আত্মিক সম্পর্ক আছে, সেই গানকে এই তালিকায় নিয়ে আসা হচ্ছে। ইতিমিধ্যে বেশ কিছু গান নিয়ে আলোচনা হচ্ছে। জাতীয় সংগীতের আদলেই তৈরি হবে রাজ্য সংগীত। সোমবার এমনটাই জানালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিভিন্ন রাজ্যের নিজস্ব সঙ্গীত রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের তেমন কোনও সঙ্গীত নেই। জাতীয় সঙ্গীত যেমন গোটা দেশের জন্য প্রযোজ্য ঠিক তেমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন যদি কোনও সঙ্গীত হলে ভালো হবে। রাজভবন এবং বিজেপি ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে। এর সঙ্গে কোনওভাবেই একমত নয় রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই রাজ্যের পক্ষ থেকে প্রস্তাব নেওয়া হয়েছে এবার থেকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের একটি নিজস্ব সঙ্গীত করারও প্রস্তাব এসেছে। বিবেচনায় রয়েছে, ‘বাংলার মাটি, বাংলার জল…’ গানটি। সোমবার রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটির বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ সুগত বসু, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ তৃণমূলের একাধিক বিধায়ক। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে সেই কমিটিতে রাখা হলেও এবং বৈঠকে যোগ দেওয়ার বার্তা দেওয়া হলেও তিনি সেই বৈঠকে ছিলেন না। বৈঠকের পর ইতিহাসবিদ সুগত বসু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘স্বাধীনতা ও দেশভাগের ইতিহাস এবং বাংলার সম্মিলিত সংস্কৃতির কথা মাথায় রেখে পরামর্শ দিয়েছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *