প্রসেনজিৎ ধর :- রবিবারই মিনি টর্নেডো হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। তার রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগের আশঙ্কা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার-সহ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আগামী পাঁচ দিন শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তরের ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার। ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা বাতাস বইবে। বাকি সব জেলায় হলুদ সতর্কতা। কাল-পরশুও উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে।তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। গতকালে ময়নাগুড়িতে মিনি টর্নেডোই হয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।ঝড়ের তাণ্ডবলীলায় এড়ানো যায়নি প্রাণহানি। পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা একশোর বেশি। ঝড়ের দাপটে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বহু কাঁচা বাড়ি। ল্যাম্পপোস্ট, গাছ, বাঁশঝাড় উপড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ভয়াল স্মৃতি এখনও টাটকা।এ ধরনের টর্নেডোর পূর্বাভাস দেওয়া যায় না। ৩.১৫ মিনিট থেকে ৭ মিনিটের এই ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঝড়ের উৎপত্তিস্থল ছিল নেপাল।উত্তরবঙ্গে সোমবার ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া-সহ ঝাড় বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন গরম ও অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহ সতর্কতা দক্ষিণবঙ্গে। পশ্চিম -এর জেলাতে ৪০-৪২ ডিগ্রি, কলকাতা ৩৭-৩৮ ডিগ্রি তাপমাত্রা হবে আগামী ৪ দিনে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-এ তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে।