নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণার এতদিন পর মামলা কেন? সোমবার মামলাকারীদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি | ভবানীপুর উপনির্বাচনে আইনি জটে আদালতে আপাতত স্বস্তি রাজ্যের | দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল হাইকোর্ট | মুখ্যসচিব কেন একটি কেন্দ্রের জন্য ভোটের আর্জি জানাবেন, এই মর্মে ভবানীপুরের ভোট নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের হয় | সোমবার সেই মামলারই শুনানি ছিল | সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, এ মামলা আগামী সোমবার ফের তিনি শুনবেন |ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন চেয়েই দু’সপ্তাহ আগে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন | তারপরেই মুখ্যসচিবের কমিশনে দেওয়া বক্তব্যকে হাতিয়ার করে ভোট বাতিলের ফন্দি আঁটতে থাকে বিজেপি| সেইমতোই গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ আইনজীবি কলকাতা হাইকোর্টে এই উপনির্বাচন নিয়ে মামলা করেন | মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘মুখ্যসচিব শুধু একটি কেন্দ্রের ভোট চেয়ে চিঠি লিখেছিলেন কমিশনকে | কেন কোনও রাজ্যের মুখ্যসচিব একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্য ভোট চাইলেন? কেন শুধুমাত্র তাঁর চিঠির ভিত্তিতে নির্বাচনের দিন ঘোষণা করা হল? চিঠিতে বলা হয়েছে ভোট না হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে | কীভাবে একজন মুখ্যসচিব এই কাজ করেন?’ এই সমস্ত প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হন ওই আইনজীবী |যার ভিত্তিতে আজ সোমবার সেই মামলা শুনতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল মন্তব্য করেন, ‘কেন এতদিন পর আদালতে এলেন?’ সোমবারই ভবানীপুর নিয়ে আইনজীবী রামপ্রসাদ সরকারের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে না বলেন বিচারপতি | এদিন কমিশনের তরফে আদালতকে জানানো হয়, ‘সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনের মধ্যে ফারাক রয়েছে| করোনা পরিস্থিতির কারণে পরেও ভোট করা যেতে পারে | তাই এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই |’ ইতিমধ্যেই তৃণমূল, বিজেপি, বামেদের তরফে উপনির্বাচনের জন্য ভবানীপুরের প্রার্থীরা মনোনয়ন পত্রও জমা দিয়ে ফেলেছেন | সেক্ষেত্রে শুনানি পিছিয়ে গেলে আদৌ এ মামলার যৌক্তিকতার কতটা গুরুত্ব থাকবে তা প্রশ্ন সাপেক্ষ বলে মনে করছেন মামলাকারীর আইনজীবী | মামলাকারীর আইনজীবীরা চেয়েছিলেন, মঙ্গলবারই শুনানি হোক | সেই মতো আদালতে আর্জিও জানিয়েছিলেন | কিন্তু আদালতের পর্যবেক্ষণ, ৬ সেপ্টেম্বর ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে | অথচ এতদিন পর কেন এ সংক্রান্ত মামলা দায়ের হল? ‘টেকনিক্যাল মিসটেক’-এর কথা বলেছিলেন মামলাকারীর আইনজীবীরা | যদিও তা গ্রহণ হয়নি | আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগামী সোমবারই এই মামলার শুনানি হবে |
Hindustan TV Bangla Bengali News Portal