Breaking News

পুজোর বাজারের ভীড় সামলাতে চলতি সপ্তাহে ফের বাড়ছে কলকাতা মেট্রোর সংখ্যা !

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এক সপ্তাহের ব্যবধানে ফের বাড়ছে কলকাতা মেট্রোর সংখ্যা | আগামী বুধবার থেকে আরও ১০টি মেট্রো বাড়তে চলেছে | পুজো বাজারের কথা মাথায় রেখেই এই অতিরিক্ত ১০টি পরিষেবা বাড়তে চলেছে | সব মিলিয়ে বুধবার থেকে ২৫৬টি মেট্রো পরিসেবা মিলবে | দিনের ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর চলবে মেট্রো | বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর বাকি মাত্র কয়েকদিন | ফলে পুজোর কেনাকাটার জন্য ভিড় বাড়ছে প্রতিদিন | এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রন রাখতে ভিড় এড়ানোই লক্ষ্য| তাই মেট্রোর সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল | বর্তমানে সোম থেকে শুক্রবার আপ ও ডাউন লাইনে চলছে ২৪৬টি মেট্রো | আগামী ১৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে চলছে মোট ২৫৬টি মেট্রো |
তবে মেট্রো চলাচলের সময়সীমা বাড়ানো হয়নি | আগের মতোই সকাল সাড়ে সাতটায় প্রথম মেট্রো ছাড়বে এবং রাত ৯টা ১৮ মিনিটে শেষ মেট্রো | সোমবার মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে ৫ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো | সকালে ৯ টা থেকে ১০.৩০ পর্যন্ত আপ লাইনে পাঁচ মিনিট অন্তর পাবেন মেট্রো | ডাউন লাইনে সকালে ৯ টা থেকে ১০ টা ও সাড়ে ১০ থেকে এগারোটা পর্যন্ত ৫ মিনিট ব্যবধানে চালানো হবে মেট্রো | আপ লাইনে বিকেল ৫ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত ও ডাউনে ৫ টা থেকে ৬ টা ও সাড়ে ৬ টা থেকে ৭ টা পর্যন্ত চলবে মেট্রো | পূর্বের মতোই সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ থেকে মিলবে পরিষেবা | দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯ টা বেজে ৩০ মিনিটে | কবি সুভাষগামী শেষ মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন ছাড়বে রাত ৯ টা বেজে ১৮ মিনিটে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *