Breaking News

‘‌গুরুদ্বারে গেলেই মন শান্ত হয়ে যায়’,গুরুদ্বারে জনসংযোগে গিয়ে প্রতিক্রিয়া মমতার,দিলেন শিখদের পাশে থাকার আশ্বাসও!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনে ভোট | আর সেই কথা মাথাতে রেখেই জনসংযোগে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় | ভবানীপুরে জনসংযোগে ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায় | বুধবার বিকেলে কোভিড বিধি মেনে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী | প্রচারে সেই নীল পাড়ের সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি পরে মানুষের দরবারে ঘরের মেয়ে |দুর্যোগকে মাথায় নিয়েই বুধবার তাঁকে দেখা গেল ভবানীপুরের গুরুদ্বারে | ধর্মীয় নিয়ম মেনে ভিতরে প্রবেশ করেন তিনি | কথা বলেন সেখানকার মানুষদের সঙ্গে| কথা বলেন শিখ সম্প্রদায়ের মানুষজনের সঙ্গেও | তাঁর সঙ্গে ছিলেন সাংসদ মালা রায় ও ভবানীপুরের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কার্তিক বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই | গাড়ি থেকে নেমে নির্দিষ্ট নিয়ম মেনে গুরুদ্বারে প্রবেশ করেন তিনি | গুরুদ্বারের ভিতরে শিখ ধর্মগুরুরা উত্তরীয় পরিয়ে সম্মান জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে | এখানে শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং আশ্বাস দেন পাশে থাকার | ভবানীপুর তাঁর হোম গ্রাউন্ড হলেও প্রচারে খামতি রাখতে চাইছেন না ঘরের মেয়ে | তাই তিনি আজ বলেন, ‘‌শুভকামনা জানাতে এসেছি | আবার পেতেও এসেছি | আগেও অনেকবার এখানে এসেছি | গুরু নানকজির অনুষ্ঠানেও গিয়েছি | পাঞ্জাবের সঙ্গে বাংলার সম্পর্কে বহুদিনের | সেই স্বাধীনতার সময় থেকে বাংলার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ | আন্দামানে গিয়ে দেখিছে, যত মানুষ দেশের জন্য বলিদান দিয়েছেন তাদের মধ্যে পাঞ্জাব ও বাংলার মানুষের সংখ্যাই বেশি|’
তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘‌গুরুদ্বারে গেলেই মন শান্ত হয়ে যায়|’ রাজধানীতে কৃষক আন্দোলন নিয়ে এখানে তিনি বলেন, ‘‌নয়াদিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে মোবাইলে আমি ভাষণ দিয়েছি | কৃষক নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে | আমার সমর্থন ছিল এবং আছে | আমি একটি টিমও পাঠিয়েছিলাম | আপনাদের যে সাহায্য লাগবে তা করব |’ তিনি এদিন এও জানিয়েছেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই জাতীয় সঙ্গীত রচনা করার সময় পঞ্জাবকে আগে রেখেছেন | পঞ্জাব-সিন্ধু-গুজরাত ও মারাঠা | স্বাধীনতা আন্দোলনে বাংলা ও পঞ্জাবের অবদান বেশি |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *