নিজস্ব সংবাদদাতা :- কয়লাপাচার কাণ্ডে সিবিআই আর ইডি দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই সমান্তরাল ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে | তার ঘটনার তদন্তেই বৃহস্পতিবার সকাল থেকেই ছোট ছোট দলে ভাগ হয়ে রাজ্যের মোট চারটি এলাকায় হানা দিল সিবিআই | সূত্রের খবর সিবিআইয়ের চারটি দল এদিন আসানসোল, রানীগঞ্জ ও ফরাক্কায় হানা দিয়েছেন | আসানসোলের ইসিএলের সাতগ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিকের বাড়ি ও অফিসে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকেরা বলে সূত্রের খবর | পাশাপাশি হানা দেওয়া হয়েছে ফরাক্কার দুটি জায়গাতেও | কয়লা পাচারকাণ্ডে বেশ কয়েকজন আধিকারিকের নামে এফআইআরও হয়| এরপরই বৃহস্পতিবার একদিকে আসানসোলে, অন্যদিকে ফরাক্কায় সিআইএসএফ কর্তা ও ইসিএল কর্তার বাড়িতে হানা দেয় সিবিআই | বাড়ির পাশাপাশি অফিসেও তল্লাশি চালানো হয় | সূত্রের দাবি ফরাক্কার সিআইএসএফ কর্তা ও আসানসোলের ইসিএল কর্তা দুইজনেরই বাড়ি ও অফিসে হানা দিয়ে সিবিআই আধিকারিকেরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন | খোঁজ পেয়েছেন প্রচুর সম্পত্তির হদিশও | এই দুই আধিকারিকেরা আয়ের উৎস, সম্পত্তি, কোথা থেকে তাঁরা এত টাকা পেলেন সেসব দিক খতিয়ে দেখচ্ছেন সিবিআই আধিকারিকেরা | সূত্রে জানা গিয়েছে ইসিএল ও সিআইএসএফের বেশ কিছু আধিকারিকের নাম ইতিমধ্যেই সিবিআই আধিকারিকেরা পেয়েছেন যারা এই ঘটনায় জড়িত| তাঁদের বাড়ি ও অফিসেও হানা দিতে পারে সিবিআই | প্রসঙ্গত, ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কাণ্ডে তলব করার পরে পরেই খোদ মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, কয়লা পাচার নিয়ে কেন্দ্রের ভূমিকা ঘিরে | প্রশ্ন তুলেছিলেন ইসিএলের ভূমিকা নিয়েও | এবার সেই ইসিএল আর সিআইএসএফ কর্তার বাড়ি ও অফিসে হানা দিয়ে কয়লাপাচার কাণ্ডে নতুন গতি আনলো সিবিআই |